ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লেনদেনে ফিরল খুলনা পাওয়ার

প্রকাশিত: ০৫:২৯, ১২ নভেম্বর ২০১৮

 লেনদেনে ফিরল খুলনা পাওয়ার

শেয়ারবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ারের শেয়ার লেনদেনে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। রবিবার স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত ৭ নবেম্বর শেয়ারটি লেনদেনে স্থগিতাদেশ দিয়েছিল ডিএসই। এর ফলে কোম্পানিটির লেনদেন ফের ঢাকা স্টক এক্সচেঞ্জে শুরু হলো। যদিও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির লেনদেন বহাল ছিল। ডিএসই অনুযায়ী, সামিট কর্পোরেশনের ঘোষণার মধ্যে এখনও ১ কোটি ৫৯ লাখ ৪ হাজার ৪৩৫টি শেয়ার অবিক্রিত রয়েছে। যেগুলো ব্লক মার্কেটে বিক্রয় করবে বলে ডিএসইকে জানিয়েছে সামিট কর্পোরেশন কর্তৃপক্ষ। এরই আলোকে খুলনা পাওয়ারের লেনদেনে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ। -অর্থনৈতিক রিপোর্টার
×