ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

প্রকাশিত: ০৫:১১, ১২ নভেম্বর ২০১৮

 বিএনপির মনোনয়ন  ফরম বিক্রি  শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ সোমবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করবে বিএনপি। নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন ফরম পাওয়া যাবে এবং ফরম জমা দেয়ার সময় অফেরতযোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে। রবিবার বিকেল ৫টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান দলটির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয় ফরম তোলা যাবে। এছাড়া ১৩ নবেম্বর বুধবার এবং ১৪ নবেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা এবং জমা দেয়ার সময় অফেরতযোগ্য ২৫ হাজার টাকা দিতে হবে। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিএনপি কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে। নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার সেটি সবসময় বিএনপির রয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে গত কয়েকদিন ধরেই দফায় দফায় আলোচনা চলছিল বিএনপি ও তাদের শরিক দলগুলোর মধ্যে। তবে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় বিএনপিসহ তাদের রাজনৈতিক জোট। এদিকে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়ার সঙ্গে সারাদেশের বিএনপি ও ২০ দলীয় জোটসহ জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা নড়েচড়ে বসে। তারা এখন পুরোদমে নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে তৎপর হয়ে ওঠেছে। এদিকে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা এখন নিজ নিজ দল ও জোটের আসন বিন্যাস নিয়ে আলোচনা শুরু করেছে। নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানোর পর পরই সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় আসতে শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আনাগোনা লক্ষ্য করা গেছে।
×