ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীর ঢল

প্রকাশিত: ০৫:০৯, ১২ নভেম্বর ২০১৮

 আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীর ঢল

বিশেষ প্রতিনিধি ॥ চতুর্দিক থেকে বিশাল বিশাল শোডাউন। হাজার হাজার নেতাকর্মী, সমর্থকদের নিয়ে নৌকার মিছিল, সঙ্গে মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও বাসে চড়ে সমর্থকদের মহড়া। মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের সামর্থ্য ও সমর্থন বোঝানোর জন্য বিশাল বিশাল শোডাউন রবিবার মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণের তৃতীয় দিনেও ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের চতুর্দিক জনসমুদ্রে রূপ নেয়। দিনভর নির্বাচনী উৎসবে মেতেছিল দেশের প্রান্ত থেকে আসা দলটির নেতাকর্মী, সমর্থকরা। আজ সোমবার সন্ধ্যা ৬টায় শেষ হবে মনোনয়ন জমা ও সংগ্রহের এই মহোৎসব। রবিবার সকাল থেকেই ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্যালয় অভিমুখে মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকদের ঢল নামতে থাকে। বেলা ১১টার পর থেকে পুরো এলাকায় পা ফেলার কোন জায়গা ছিল না। নানা রঙের ব্যানার-ফেস্টুন নিয়ে শোডাউনের মাধ্যমে দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা বিপুল পরিমাণ নেতাকর্মীদের বিশাল বিশাল শোডাউনের কারণে আশপাশের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ধানম-ির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপিত আটটি বুথে দায়িত্বরত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃতীয় দিন রবিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮৩৫ জন মনোনয়ন প্রত্যাশী ৩০ হাজার টাকা করে জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শুক্রবার প্রথম দিনে ১ হাজার ৩২৯ জন এবং দ্বিতীয় দিন শনিবার ১ হাজার ১৩২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। টানা তিন দিনে ৩ হাজার ২৯৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগের তহবিলে জমা পড়েছে ৯ কোটি ৮৮ লাখ টাকা। আজ শেষ হবে মনোনয়ন বিক্রি ও জমা গ্রহণ প্রক্রিয়া। নেতারা আশা করছেন, মনোনয়ন বিক্রি ৪ হাজার ছাড়িয়ে যাবে। টানা তৃতীয় দিনের মতো দলের মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণ কার্যক্রম পরিদর্শনের জন্য ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে প্রেস ব্রিফিং করে তিনি বলেন, আপত্তি না থাকলেও নির্বাচনের তফসিল পেছানোর সময় এবং দাবি যৌক্তিক হতে হবে। আমাদের প্রত্যাশা সময় ও বাস্তবের দিকে চেয়ে যথাযথভাবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ইসি নির্বাচনের তফসিল পেছালে দলীয়ভাবে আমাদের কোন আপত্তি থাকবে না। তবে ইসির কথা অনুযায়ী সব দলের মতামত নিয়ে তফসিল পেছানোর সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরও ইসির সঙ্গে এ ব্যাপারে আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। ক্রিকেটার মাশরাফির বিষয়ে তিনি বলেন, আনেক আগে থেকেই মাশরাফির বিষয়টি ভাবা হচ্ছে। তিনি তার নির্বাচনী এলাকায় কাজ করছেন। তবে সাকিব আল হাসানকে দেশের স্বার্থে আরও খেলতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেস ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডাঃ দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন। আধুনিক নড়াইল গড়ে তুলব- মাশরাফি ॥ নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রবিবার ২টার দিকে ধানম-ির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। দলীয় মনোনয়নপত্র কেনার পর মাশরাফি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করে নড়াইলকে সুন্দর আধুনিক করে সাজাতে চাই। বিশ্বে ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার হিসেবে দীর্ঘদিন তালিকায় শীর্ষে থাকা সাকিব আল হাসানেরও মনোনয়ন ফরম কেনার কথা ছিল। জানা গেছে, গণভবনে সাক্ষাত করতে গেলে সাকিবকে দেশের স্বার্থে এখন নির্বাচনে না এসে আরও কিছুদিন মন দিয়ে ক্রিকেট খেলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরামর্শ দিলে তিনি তা মেনে নেন। মাশরাফি বিন মর্তুজার মনোনয়ন ফরম ক্রয়ের সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক আসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন সাবেক গবর্নর ফরাসউদ্দিন ॥ একাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর উপজেলা) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার আশায় দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। সিলেট বিভাগীয় বুথ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে ওই বুথের দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হাফিজ জানান। এ ব্যাপারে সাবেক গবর্নর ফরাসউদ্দিন সাংবাদিকদের জানান, আশা করছি দলীয় মনোনয়ন পাব এবং বিজয়ী হব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে গত দশ বছরে যে বিস্ময়কর অগ্রগতি ঘটিয়েছেন, সেটাকে আরও এগিয়ে নিতে অবদান রাখতে চাই। আশরাফুলের আসনে তার তিন ভাই মনোনয়ন নিলেন ॥ কিশোরগঞ্জে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আসনে তার পাশাপাশি তিন ভাইও আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সৈয়দ আশরাফ ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার রাজনীতিতে ফেরার সম্ভাবনা খুব কম বলে সম্প্রতি তার ভাই শাফায়াতুল ইসলাম জানান। তবে ইতোমধ্যে একাদশ সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-১ (সদর) আসনে সৈয়দ আশরাফের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা হয়েছে। মনোনয়ন ফরম নিয়েছেন তার ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়াতুল ইসলামও। সবশেষ রবিবার এ আসন থেকে সৈয়দ আশরাফুল ইসলামের অপর দুই ভাই সৈয়দ আশফাক উল ইসলাম ও সৈয়দ মঞ্জুরুল ইসলামও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ছেলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ ১৯৯৬ সাল থেকে এ নিয়ে টানা চতুর্থবার ওই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্যের দায়িত্বে রয়েছেন। তৃতীয় দিনে যারা মনোনয়ন ফরম নিলেন ॥ রবিবার তৃতীয় দিনে ঢাকা বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ড. আবদুর রাজ্জাক (টাঙ্গাইল-১), দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ (ঢাকা-৬), বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন (ঢাকা-৮), কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু (শরিয়তপুর-১), পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-৫), হাজী মোহাম্মদ সেলিম (ঢাকা-৭), চিত্রনায়ক ফারুক (গাজীপুর-৫)সহ মোট ২২০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম বিভাগ থেকে দলের সভাপতিম-লীর সদস্য ও গৃহায়নমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (চট্টগ্রাম-১), ন্যাটাভিনেত্রী শমী কায়সার (ফেনী-৩), জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪), বিমানমন্ত্রী শাহজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম (ব্রাহ্মণবাড়িয়া-১), কৃষকলীগ নেতা এম এ করিম (ব্রাহ্মণবাড়িয়া-১), আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু (চট্টগ্রাম-১১)সহ মোট ১৮২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ময়মনসিংহ বিভাগে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, সাবেক ছাত্রনেতা শাহ মোস্তফা আলমগীর (নেত্রকোনা-২), মঞ্জুর কাদের কোরাইশী (নেত্রকোনা-৩), নুরুল আলম পাঠান মিলনসহ ৭৩ জন মনোনয়ন ফরম নিয়েছেন। রাজশাহী বিভাগে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), সাবেক ছাত্রনেতা তৌফিকুল ইসলাম বুলবুল (জয়পুরহাট-১), এস এম সোলায়মান আলী (জয়পুরহাট-২)সহ মোট ৭৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-২ এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলালের ছেলে শেখ তন্ময় (বাগেরহাট-২), ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ (বাগেরহাট-৪)সহ মনোনয়ন নিয়েছেন মোট ৭৯ জন। রংপুর বিভাগ থেকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম (দিনাজপুর-৩), জাকারিয়া জাকির (দিনাজপুর-৫), আখতারুল ইসলাম (ঠাকুরগাঁও-৩)সহ মোট ৮৩ জন মনোনয়ন নিয়েছেন। সিলেট বিভাগে সাবেক মেয়র বদরুদ্দীন আহমেদ কামরান (সিলেট-১)সহ ২৬ জন এবং বরিশাল বিভাগে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ (বরিশাল-২), ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম, জেবুন্নেসা আফরোজ (বরিশাল-৫)সহ ৮৮ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
×