ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে হামলায় এএসআইসহ আহত ২, আটক-৯

প্রকাশিত: ০৮:৫৬, ১১ নভেম্বর ২০১৮

গাজীপুরে হামলায় এএসআইসহ আহত ২, আটক-৯

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে শনিবার এক কলেজের শিক্ষার্থীদের হামলায় পুলিশের এক এএসআইসহ দুইজন আহত হয়েছে। গুরুতর আহত ওই এএসআই মোঃ কামরুল ইসলামকে ঢাকার উত্তরায় বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতে পুলিশ কলেজ হোস্টেল ঘেরাও করে অভিযান চালিয়ে ৮-৯ জনকে আটক করেছে। ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সৌরভ ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের গেট স্ট্যান্ড থেকে কয়েক শিক্ষার্থী শনিবার বিকেলে বাসে উঠতে গেলে পরিবহন শ্রমিকরা তাদের ওঠায়নি। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ গেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস আটকাতে শুরু করে। এ সময় নয়ন (৩২) নামের এক পরিবহন শ্রমিককে তারা মারধর করে। এতে ওই শ্রমিক আহত হয়। এ নিয়ে ঘটনাস্থলে পরিবহন শ্রমিকদের সঙ্গে কলেজ শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি ও বিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে কলেজ হোস্টেল থেকে শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে যায়। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার কামরুল ইসলাম ও রজব আলী নামের দুই এএসআই ওই পথ দিয়ে যাচ্ছিলেন। পুলিশের ওই দুই কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে মাথায় আঘাত পেয়ে এএসআই কামরুল ইসলাম গুরুতর আহত হন। আহত এএসআই কামরুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকার উত্তরার বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত নয়নকে স্থানীয় ক্লিনিকে প্রেরণ করা হয়। এদিকে এ ঘটনার পর রাতে কলেজের হোস্টেল ঘেরাও করে পুলিশ অভিযান চালিয়ে রবিন সরদার, সাদেক, শিমুল, রাকিবসহ ৮-৯ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীও রয়েছে। ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা বলেন, ওই সংঘর্ষের পর পুলিশ রাত সাড়ে ৯টার দিকে আমাকে অবগত না করে কলেজ হোস্টেল ঘেরাও করে অভিযান চালায়। এসময় সেখান থেকে ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৯ জনকে আটক করে নিয়ে গেছে। কলেজের হোস্টেলে অভিযানের ব্যাপারে কেন জানানো হয়নি জানতে চাইলে পুলিশ কর্মকর্তাগণ অধ্যক্ষকে জানান, হোস্টেলে মাদক-অস্ত্র রয়েছে এমন খবরের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে। আর মাদক ও অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযানে অনুমতির প্রয়োজন হয় না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান এ ব্যপারে জানান, পরিবহন শ্রমিক ও ভাওয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে গিয়ে এএসআই কামরুল মাথায় গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকার উত্তরার বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ওই ঘটনায় দুইজন আটকের কথা স্বীকার করেন তিনি।
×