ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জোট না দলীয় নির্বাচন, আজই জানাতে হবে ইসিকে

প্রকাশিত: ০৬:৪০, ১১ নভেম্বর ২০১৮

জোট না দলীয় নির্বাচন, আজই জানাতে হবে ইসিকে

স্টাফ রিপোর্টার ॥ আরপিও গণপ্রতিনিধিত্ব (অধ্যাদেশ) অনুযায়ী ইসির নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যৌথভাবে বা জোটগত নির্বাচনে অংশ নিতে পারবে। তবে এই নির্বাচনে কে কোন্ জোটের পক্ষে নির্বাচনে অংশ নেবে বা কোন্ দলের প্রতীকে নির্বাচন করবে তা ইসিতে জানানোর বিধান রয়েছে। ইসির কর্মকর্তারা বলছেন, তফসিল ঘোষণা করার পর জোট ও প্রার্থীর প্রতীকে নির্বাচনের বিষয়টি আজ রবিবারের মধ্যেই নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। ইসিকে অবহিত না করে কোন দল অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না। বিষয়টি ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে জানিয়ে দেয়া হয়েছে। ইসি সচিব সাংবাদিকদের বলেন, জোটবদ্ধ দলগুলো তাদের শরিক দলের প্রতীকে ভোট করতে চাইলে তফসিল ঘোষণার তিনদিনের মধ্যে তথ্য দিতে হবে। আজ রবিবার এই তথ্য জানানোর শেষ সময়। এই সময়ের মধ্যে জানাতে না পারলে আইনের ব্যত্যয় ঘটবে। তাহলে কোন শরিক দল জোটের প্রতীকে ভোট করতে পারবে না। নিজ নিজ প্রতীকে অংশ নিতে হবে। আওয়ামী লীগের সময় চাওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, তারা তো এখনও আমাদের কাছে কোন আবেদন করেনি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য কমিশনের ক্ষমতা রয়েছে। তাদের বিবেচনা করার সুযোগ থাকলে তা করবে কিনা, তাদের সিদ্ধান্তে তারা যদি মনে করে, আইনে কভার করে না, তাহলে করবে না। বিএনপি জোটের হিসাব-নিকাশ ॥ বিএনপি জোটের থাকা ২০ দলীয় এবং সম্প্রতি গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট এখনও নির্বাচনে যাওয়ার বিষয়ে স্পষ্ট করেনি। তারা ৭ দফা দাবিতে আন্দোলনে রয়েছে। তবে ২০ দলের মধ্যে বেশিরভাগ দলের নিবন্ধন নেই। বিএনপির অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীর নিবন্ধন ইতোমধ্যে অবৈধ ঘোষণা করেছে আদালত। ফলে দলটির নিবন্ধন বাতিল করে গেজেট দিয়েছে ইসি। এখন এই দলের কোন প্রার্থী আগামী নির্বাচনে দলীয় পরিচয়ে এবং প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। তবে তারা ইচ্ছে করলে অন্য দলের প্রার্থী হিসেবে অংশ নিলে তাতে বাধা থাকবে না। ইসি কর্মকর্তারা বলছেন স্বতন্ত্র বা অন্য দলের পরিচয়ে জামায়াতের কেউ অংশ নিলেও ইসির কিছুই করার নেই। তাদের নির্বাচনে নিষিদ্ধ করতে ইসির কাছে পর্যাপ্ত আইন নেই। মনোনয়নপত্রে ছোটখাটো ভুল থাকলে বাতিল নয় ॥ কোন প্রার্থীর মনোনয়নপত্রে ছোটখাটো ভুল থাকলে তা বাতিল না করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার এ সংক্রান্ত নির্দেশ দিয়ে পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, যদি বাছাইয়ের সময় এমন কোন ভুল-ত্রুটি নজরে আসে যা তাৎক্ষণিকভাবে সংশোধন সম্ভব, তা হলে মনোনয়নপত্র দাখিলকারীকে দিয়ে তা সংশোধন করিয়ে নিতে হবে। ইভিএম পরিচালনায় সেনাবাহিনী ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংক্ষিপ্তভাবে ইভিএম ব্যবহার করা হচ্ছে। তবে এই ইভিএম পরিচালনায় সেনাবাহিনী দায়িত্বে থাকবে বলে জানিয়েছে ইসি সচিব হেলালুদ্দিন আহমদ। শনিবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব কেন্দ্রে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হবে সেসব কেন্দ্রে দায়িত্বে থাকবে সেনাবাহিনী। ইসির পরিকল্পনা রয়েছে, যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সেসব কেন্দ্রের কারিগরি সহায়তা ও নিরাপত্তার জন্য সেনাবাহিনী নিয়োগ করা হবে। তবে ইসিতে এখনও এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তারা সম্মতি দিলে তাদের ব্যবহার করা হবে।
×