ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কঠোর অঙ্গীকারনামা জমা নিচ্ছে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৬:৩৯, ১১ নভেম্বর ২০১৮

কঠোর অঙ্গীকারনামা জমা নিচ্ছে আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ ‘প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের যে কোন সিদ্ধান্ত আমি হৃষ্টচিত্তে ও বিনা প্রতিবাদে মেনে নেব। মনোনয়ন না পেলে আমি দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে এই আসনে এবং অন্যত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে আন্তরিকভাবে কাজ করে যাব এবং কোন অবস্থাতেই এই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করব না বা দলীয় প্রার্থীর প্রতিক‚লে কোনরূপ কাজ করব না। এই অঙ্গীকারের কোনরূপ ব্যত্যয় ঘটলে আমি তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কৃত বিবেচিত হব।’ দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে এমন কঠোর অঙ্গীকারনামা জমা নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর এমন অঙ্গীকারনামা নিয়েই আওয়ামী লীগে চলছে মনোনয়ন উৎসব। বিশাল বিশাল শোডাউন, উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দিনের মতো দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও সংগ্রহের কর্মযজ্ঞে মহাব্যস্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণকালে শনিবারও দিনভর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে নামে হাজার হাজার মানুষের ঢল। শত শত মোটরসাইকেল নিয়ে, কেউবা গাড়ির বহর নিয়ে, আবার অনেকে মনোনয়ন প্রত্যাশীর ছবি সম্বলিত গেঞ্জি-টুপি পড়ে শোডাউন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তীব্র নেতাকর্মীদের ঢল নিয়ন্ত্রণ করতে দলের কেন্দ্রীয় নেতাদের হিমশিম খেতে হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত। প্রথম দিন শুক্রবার প্রায় ১৭শ’ মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দ্বিতীয় দিন শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত আরও ১ হাজার ৪৮২ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, গত দুদিনে এ পর্যন্ত ৩ হাজার ২০০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সে অনুযায়ী শুধু মনোনয়ন ফরম বিক্রি করেই আওয়ামী লীগের তহবিলে জমা পড়েছে ৯ কোটি ৬০ লাখ কোটি টাকা। বিশাল বিশাল শোডাউন, বাদ্য-বাজনার তালে তালে, ¯েøাগানে চারপাশ মুখরিত করে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। কে কত জনপ্রিয় তার জানান দিতেই নিজ নিজ আসন থেকে হাজার হাজার নেতাকর্মীকে ঢাকায় এনে দলের সভাপতির কার্যালয়ের সামনে শোডাউন করতে দেখা গেছে অসংখ্য মনোনয়ন প্রত্যাশীকে। শোডাউনের ক্ষেত্রে বর্তমান মন্ত্রী-এমপির চেয়ে তরুণ ও নতুন নতুন মনোনয়ন প্রত্যাশীদের শোডাউনগুলো ছিল উল্লেখ করার মতো। দ্বিতীয় দিন মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণকালে দলীয় কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি যতই লাফালাফি করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই তারা নির্বাচনে অংশ নেবে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে তিন দিনের মধ্যে ইসিকে জানানোর বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, মেরুকরণ সমীকরণ চলছে। আমরা সময় চাইব। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী শিবিরে উৎসব থাকলেও বিএনপিতে কোন উৎসব না থাকার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিরোধী শিবিরে উৎসব কেন নেই তা জানি না। তবে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন এ বিষয়ে সন্দেহ নেই, সংশয় নেই। আমরা আশাবাদী। রাজশাহীর সমাবেশে বিএনপির বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। শুক্রবার রাজশাহীতে যে বক্তব্য দেয়া হয়েছে সেই বক্তব্য তফসিল ঘোষণার পরে কেউ দিতে পারে না। গরম গরম ভাষণ আন্দোলনের কর্মসূচী দেয়া, নির্বাচনের আইন এবং আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট দুই হাজার ৬০৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিল। এবার সেই সংখ্যা চার হাজার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন দলটির নেতারা। তিনশ’ আসনে আওয়ামী লীগের হাজার হাজার মনোনয়ন প্রত্যাশী গত প্রায় এক বছর ধরে নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন। সেই হিসেবে গড়ে প্রতি আসনে ১৩ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এবার মনোনয়ন ফরমের মূল্যে ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। ফরম বিক্রি থেকে প্রথম দিন শুক্রবার আওয়ামী লীগের তহবিলে জমা পড়েছে প্রায় সাড়ে সাত কোটি টাকা। এবার তা ১২ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেই দলটির নেতাদের প্রত্যাশা। শনিবার সকাল ১০টা থেকে ফরম সংগ্রহ ও জমাদান শুরু হয়। উৎসুক নেতাকর্মীদের সামাল দিতে বেগ পোহাতে হচ্ছে ধানমন্ডির কার্যালয়কে। মনোনয়ন প্রত্যাশীদের লাইনে দাঁড় করিয়ে রেখে আটটি বুথ থেকে ফরম দেয়া হচ্ছে। কিছুক্ষণ পরপর মাইকে ঘোষণা করে ১০ জনকে ভেতরে প্রবেশ করানো হয়। আর যারা ফরম জমা দিচ্ছেন তাদেরও একটি লাইন দেখা গেছে। নৌকায় উঠছেন মাশরাফি, সাকিবের সিদ্ধান্ত পরিবর্তন \ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে মনোনয়ন ফরম তুলবেন। শনিবার দুপুরে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান। বিপ্লব বড়ুয়া বলেন, মাশরাফি বিন মর্তুজা নড়াইল এবং সাকিব মাগুরা থেকে নির্বাচনে অংশ নিতে চান। মাশরাফি ও সাকিব আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে জানিয়েছেন, আজ রবিবার মনোনয়ন ফরম তুলবেন তারা। তবে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নেয়ার বিষয়ে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব আল হাসান শনিবার রাতে বলেন, আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নির্বাচন করব না। আগে নির্বাচন করার কথা জানিয়ে এখন কেন সিদ্ধান্ত পরিবর্তন, জানতে চাইলে সাকিব আল হাসান কোন মন্তব্য করেননি। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী সাকিবকে খেলা চালিয়ে যেতে বলেছেন। একই আসনে একসঙ্গে ৫ প্রার্থী ফরম নিলেন \ মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে প্রতিদিনই নতুনত্ব অনেক কিছুই উল্লেখ করার মতো। অনেক আসনেই যেখানে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দ্ব›দ্ব-বিবাদ দেখা যায়, সেখানে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে একসঙ্গে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৫ মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন-স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আবদুর রউফ সরদার, শিল্পপতি এ এইচ অহিদুল হক আসলাম সানী, উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, কর্নেল (অব) আবদুর রউফ বীর বিক্রম ও যুবলীগের উপ-শিক্ষা সম্পাদক কাজী মাজহারুল ইসলাম। দ্বিতীয় দিন যারা মনোনয়ন নিলেন \ খোঁজ নিয়ে জানা গেছে, দ্বিতীয় দিন ধানমÐির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাদের মধ্যে রয়েছেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (ঝালকাঠি-২), শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (সিলেট-৬), সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (নীলফামারী-২), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার (দিনাজপুর-৫), আইনমন্ত্রী আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), রেলমন্ত্রী মুজিবুল হক (কুমিল্লা-১১), মাহবুব উল আলম হানিফ (কুষ্টিয়া-৩), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক (যশোর-৫), সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ (লালমনিরহাট-২), ভ‚মি উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪), চিফ হুইপ আ স ম ফিরোজ (পটুয়াখালী-২), এটর্নি জেনারেল মাহবুবে আলম (মুন্সীগঞ্জ-২), আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮), উপদেষ্টা পরিষদ সদস্য চৌধুরী খালেকুজ্জামান (রংপুর-২, ৩ ও ৫), পীযুষ কান্তি ভট্টাচার্য (যশোর-৫), রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও-২), সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন (নেত্রকোণা-২ ও ৫), কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান (রংপুর-৫), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস (মুন্সীগঞ্জ-৩), তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য এস এম কামাল হোসেন (খুলনা-৩)। আরও মনোনয়ন সংগ্রহ করেছেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ (নোয়াখালী-১), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান (টাঙ্গাইল-৩), জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), খ্যাতনামা চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী (ঢাকা-১৭), স্বাচিব নেতা অধ্যাপক ডাঃ আবদুর রউফ সরদার, এ কে এম শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪), গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১), সিরাজুল ইসলাম খান রাজু (বগুড়া-৩), আবুল কালাম আজাদ (জামালপুর-১), শিবলী সাদিক (দিনাজপুর-৬), আহাদ আলী সরকার (নাটোর-২), সৈকত জোয়ারদার (চাঁপাই নবাবগঞ্জ-২), বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া (নাটোর-২), শাফিনুর নাহার (রাজশাহী-৪), চিত্তরঞ্জন সাহা (নাাটোর-২), হামিদুল ইসলাম (দিনাজপুর-১), নাইমুজ্জামান ভ‚ইয়া মুক্তা (পঞ্চগড়-১), সফিকুল ইসলাম সফি (সিরাজগঞ্জ-৪), গোলাম মোস্তফা (সিরাজগঞ্জ-৪), জাহেদুল হক (সিরাজগঞ্জ-৪), আবদুল আলিম জুয়েল (সিরাজগঞ্জ-৪), ড. কে এম মমিন সিরাজী (সিরাজগঞ্জ-৪), সেলিনা মির্জা মুক্তি (সিরাজগঞ্জ-৪), আমিনুল ইসলাম (দিনাজপুর-১), ডাঃ মানবেন্দ্র রায় (দিনাজপুর-২), মির্জা আশফাক হোসেন (দিনাজপুর-৩), ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল (দিনাজপুর-৩), মিজানুর রহমান মানু (দিনাজপুর-৪), ডাঃ আমজাদ হোসেন (দিনাজপুর-৪), সাইফুল ইসলাম (দিনাজপুর-৪), জাকারিয়া জাকির (দিনাজপুর-৫), সাফেক আশফাক তুহিন (দিনাজপুর-৫), মাহমুদুন্নবী চৌধুরী (দিনাজপুর-৫), সৈয়দুল আলম শান্ত (দিনাজপুর-৫), ড. আজিজুল হক চৌধুরী (দিনাজপুর-৬), খন্দকার শামসুল হক রেজা (পটুয়াখালী-২), জিয়াউল হক জুয়েল (পটুয়াখালী-২), রেজাউল করিম রেজা (পটুয়াখালী-২), যোবায়েদুল হক রাসেল (পটুয়াখালী-২), মাখন চন্দ্র গাইন (পটুয়াখালী-২), মশিউর রহমান হুমায়ুন (কিশোরগঞ্জ-১), মাহমুদ পারভেজ (কিশোরগঞ্জ-১), ডাঃ দীন মোহাম্মদ (কিশোরগঞ্জ-১), ইঞ্জিনিয়ার কামরুজ্জামান (পাবনা-১), আবদুল্লাহ আল মাহমুদ দোলোয়ার (পাবনা-১), নিজাম উদ্দীন (পাবনা-১), ওবায়দুল হক (পাবনা-১) এবং মোশাররফ হোসেন স্কাই (পাবনা-১)। আরও মনোনয়ন সংগ্রহ করেন-এ্যাডভোকেট শাহজাহান মিয়া (পটুয়াখালী-১), শেখ আফিল উদ্দিন (যশোর-১), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), জুয়েল আরেং (ময়মনসিংহ-১), আখতার জাহান (রাজশাহী-৩), আবদুল মজিদ মÐল (সিরাজগঞ্জ-৫), মোতাহার হোসেন (লালমনিরহাট-১), আফতাব উদ্দিন সরকার (নীলফামারী-১), অধ্যাপক গোলাম মোস্তফা (নীলফামারী-৩), লুৎফা আরা ডালিয়া (রংপুর-৩ ও নীলফামারী-৪), আহসানুল হক চৌধুরী ডিউক (রংপুর-২), মনোরঞ্জন শীল গোপাল (দিনাজপুর-১), সাদেক খান (ঢাকা-১৩), ডাঃ দিলীপ রায় (ফরিদপুর-১), কাজী মনিরুল ইসলাম মনু (ঢাকা-৫), ড. ওয়ালিউর রহমান (ঝিনাইদহ-১), মহিউদ্দিন আহমেদ মহি (ব্রা²ণবাড়িয়া-৬), জামাল মোস্তফা (ঢাকা-১৫), শেখ সোহেল রানা টিপু (রাজবাড়ী-২), আহাম্মদ আলী মোল্লা (নাটোর-৪), এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) (টাঙ্গাইল-৮), শাহীন চাকলাদার (যশোর-৩), আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত (বরিশাল-২), মনিরুল ইসলাম (বরিশাল-২), আমিনুল হক কবির (বরিশাল-৩), ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক মঞ্জু (বরিশাল-৬), নাফিউল করিম নাফা (নীলফামারী-৪), এ্যাডভোকেট ফাহিমা রাব্বী রিটা (গাইবান্ধা-৫), মাহমুদ হাসান রিপন (গাইবান্ধা-৫), রিয়াজুল আহসান খান (বরিশাল-৬), ফজলুল হক (জামালপুর-৪), রাজিবুর রেজা খোকন চৌধুরী (ঠাকুরগাঁও-১), শেখ সালাহউদ্দিন জুয়েল (খুলনা-২), রাশিদুল বাশার ডলার (নড়াইল-২), দিলীপ কুমার আগরওয়ালা (চুয়াডাঙ্গা-১), জাফর আহমেদ জয় (ঢাকা-৬), টিপু সুলতান খান (ঢাকা-১৪), আজাদ খান (চট্টগ্রাম-১০), শাহজাহান আলী মণ্ডল (জামালপুর-২), ইঞ্জিনিয়ার মোহম্মদ আলী (জামালপুর-৫), জোবায়দা হক অজন্তা (শরীয়তপুর-২), দেলোয়ার হোসেন (বরগুনা-১), শওকত আলী সরকার বীরবিক্রম (কুড়িগ্রাম-৪), জাহিদুল ইসলাম মিনু (কুড়িগ্রাম-৪), জাকির হোসেন সরকার (রংপুর-৫), রেজাউল ইসলাম (কুড়িগ্রাম-৪), আখতারুজ্জামান খান বাবু (খুলনা-৬), ডাঃ শহীদুল ইসলাম (খুলনা-৬), এস এম শাহীন (নড়াইল-১) প্রমুখ।
×