ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রেকর্ডে হার দিয়ে শুরু সালমাদের

প্রকাশিত: ০৫:৫১, ১১ নভেম্বর ২০১৮

রেকর্ডে হার দিয়ে শুরু সালমাদের

স্পোর্টস রিপোর্টার ॥ বোলিংয়ে দারুণ সাফল্য দেখিয়ে গত মহিলা টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে ১০৬ রানেই আটকে রেখেছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ৬০ রানের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শুরু হয়েছে সালমা খাতুনদের। প্রভিডেন্সে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের উদ্বোধনী এ ম্যাচে ১৪.৪ ওভারে মাত্র ৪৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। টি২০ বিশ্বকাপের ইতিহাসে এটিই সর্বনি¤œ দলীয় সংগ্রহ। টস জিতে আগে ক্যারিবীয় মেয়েদের ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ শুরু এনে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে ওয়েস্ট ইন্ডিজ জাহানারা আলমের ভয়ানক পেস ও রুমানা আহমেদের লেগস্পিনের দাপটে। অধিনায়ক স্টেফানি টেইলর ও কাইসিয়া নাইটের দৃঢ়তায় এক শ’ পেরোতে সক্ষম হয় ক্যারিবীয় মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৬ রান করে তারা। স্টেফানি ৪৪ বলে ২৯ ও কাইসিয়া ২৪ বলে ২ চার, ১ ছক্কায় ঝড়োগতির ৩২ রান করেন। জাহানারা ২৩ রানে ৩টি ও রুমানা ১৬ রানে ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপর্যস্ত হয় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পথে কোন ব্যাটারই দুই অঙ্কে পোঁছুতে পারেননি। এই লজ্জাজনক নৈপুণ্যেই শেষ পর্যন্ত ১৪.৪ ওভারে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। পেসার দিয়ান্দ্রা দোতিনের ভয়ানক বোলিংয়ের সামনেই আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের ব্যাটাররা। তিনি মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। অপর পেসার শাকেরা সেলমান নেন ১২ রানে ২ উইকেট। সর্বোচ্চ ৮ রান করেছেন ফারজানা হক এবং পুরো ইনিংসে মাত্র একটি শূন্য রানের ইনিংস লতা ম-লের। সেন্ট লুসিয়ায় ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ম্যাচটি শুরু হবে।
×