ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাফুফের চার সিদ্ধান্ত

প্রকাশিত: ০৫:৫১, ১১ নভেম্বর ২০১৮

বাফুফের চার সিদ্ধান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সভা ফেডারেশন ভবনের বোর্ডরুমে কমিটির সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে চারটি সিদ্ধান্ত হয়, এগুলো হলো : ১. এএফসি অনুর্ধ-১৬ মহিলা জাতীয় ফুটবল দল এবং সাফ অনুর্ধ-১৫ জাতীয় ফুটবল দলকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সংবর্ধনা প্রদান করায় সভার পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, ২. বাফুফের স্ট্যান্ডিং কমিটিসমূহ পুনর্গঠন করা হয়, ৩. ‘ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ ও ‘ঢাকা ইউনাইটেড’কে ইতোপূর্বে প্রদত্ত স্পোর্টিং স্যাংশন মওকুফ করে ১ম বিভাগে খেলার অনুমতি দেয়া হয়। তবে অন্যান্য শাস্তি অপরিবর্তিত থাকবে এবং ৪. ওয়ারী ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ ও ঢাকা সিটি এফসি’কে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ২০১৮-১৯’-এ খেলার অনুমতি দেয়া হয়। এই লীগে মোট ১১টি দল খেলবে।
×