ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দাপুটে জয়ে সমতায় ফিরল পাকিস্তান

প্রকাশিত: ০৫:৫০, ১১ নভেম্বর ২০১৮

দাপুটে জয়ে সমতায় ফিরল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান আছে পাকিস্তানেরই মতো। ইংল্যান্ডের বিরূপ কন্ডিশনে চিরশত্রু ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলেও ঘরের মাঠ হয়ে ওঠা আরব আমিরাতে এশিয়া কাপে চরম ভরাডুবি। টি২০তে টানা সিরিজ ও ম্যাচ জয়ের রেকর্ড গড়ার পর প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হার। দ্বিতীয়টিতেই আবার ৬ উইকেটের জয়ে সিরিজে ১-১এ সমতায় ফিরল সরফরাজবাহিনী। তারচেয়েও বড় বিষয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে টানা ১২ ম্যাচ হারের পর জিতল ‘আনপ্রেডিক্টেবল’ পাকিরা। আবুধাবিতে পরশু ৯ উইকেটে ২০৯ রান করেছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। জবাবে ৪০.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। দারুণ বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন তরুণ বাঁহাতি মিডিয়াম পেসার শাহেন শাহ আফ্রিদি। দুবাইয়ে সিরিজ ফয়সালার তৃতীয় ও শেষ ওয়ানডে আজই। ২০১৪ সালের ১৭ ডিসেম্বর এই আবুধাবিতে হার দিয়ে শুরু হয়েছিল ওয়ানডেতে কিউদের কাছে পাকিস্তানের ব্যর্থতা। এরপর দেশ-বিদেশ মিলিয়ে সর্বশেষ ১৩ ওয়ানডের ১২টিতেই হেরেছে তারা, পরিত্যক্ত হয় অন্য ম্যাচটি। সেই মাঠেই এবার ঘুরে দাঁড়াল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে জিতল প্রায় চার বছর পর। শেখ আবু জায়েদ স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি কিউদের। ৭৩ রানের মধ্যে হারিয়ে ফেলে চার উইকেট। দুই অঙ্কে গিয়ে ফেরেন দুই ওপেনার কলিন মুনরো (১৩) ও জর্জ ওয়ার্কার (২৮)। দুর্ভাগ্যজনক রানআউট হয়ে ফেরেন অধিনায়ক কেন উইলিয়ামসন (১)। টম লাথামকে বোল্ড করেন আফ্রিদি। শুরুর ধাক্কা সামাল দিয়ে হেনরি নিকোলসের সঙ্গে ৭৫ রানের জুটিতে প্রতিরোধ গড়েন টেইলর। ৩৩ রান করা নিকোলসকে ফিরিয়ে হাসান আলি জুটি ভাঙ্গার পর প্রায় একার চেষ্টায় দলকে ২০৯ পর্যন্ত নিয়ে যান টেইলর। ১২০ বলে তিন চার ও ১ ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। শুরুতে দুই উইকেট নেয়া আফ্রিদি শেষে বিদায় করেন টিম সাউদি (১৩) ও ইশ সোধিকে (১৩)। পাকিস্তানের তরুণ বাঁহাতি পেসার ৪ উইকেট নেন ৩৮ রানের বিনিময়ে। রান তাড়ায় ইমাম-উল-হক ও ফখর জামানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভাল শুরু পায় পাকিস্তান। লুকি ফার্গুসনের বল হেলমেটের গ্রিলে আঘাত হানলে মাঠ ছাড়েন আহত ইমাম। সতর্কতার অংশ হিসেবে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক জানান, হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে এই তরুণ ওপেনারকে। পরে পিসিবি জানিয়েছে শঙ্কামুক্ত ইমাম আপাতত দলের ফিজিও’র পর্যবেক্ষণে থাকবেন। ক্রিজে এসেই শট খেলতে শুরু করেন বাবর আজম। ফখরের সঙ্গে দ্রুত জমে যায় তার জুটি। নিউজিল্যান্ডের বোলিংকে পাত্তা না দিয়ে দলকে এগিয়ে নেন দুই জনে। ২৯তম ওভারে চার বলের মধ্যে দুইজনকে ফিরিয়ে দেন ফার্গুসন। এশিয়ায় নিজের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পাওয়া ফখর ১১ চারে ৮৮ বলে করেন ৮৮। বাবর ৫০ বলে করেন ৪৬। শোয়েব মালিক (১০) ও সরফরাজ (১৩) টেকেননি বেশিক্ষণ। বাকিটা শাদাব খানকে (২*) নিয়ে সারেন মোহাম্মদ হাফিজ। চার মেরে দলকে জয় এনে দেয়া অভিজ্ঞ এই মিডলঅর্ডার ব্যাটসম্যান অপরাজিত থাকেন ২৭ রানে। ৬০ রানে ৩ উইকেট নেন ফার্গুসন। উইকেটশূন্য দুই তারকা পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।
×