ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ ভারতের মুখোমুখি সাবিনারা

প্রকাশিত: ০৫:৫০, ১১ নভেম্বর ২০১৮

আজ ভারতের মুখোমুখি সাবিনারা

স্পোর্টস রিপোর্টার ॥ ওমেন্স অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২০ এশিয়ান বাছাই প্রথম রাউন্ডে আজ আরেকটি ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। ইয়াঙ্গুনের থুয়ুন্না স্টেডিয়ামে দুপুর আড়াইটায় আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। হেড টু হেডে প্রায় শতভাগ এগিয়ে আছে ভারত। সাতবারের মোকাবেলায় ছয়টিতেই জিতেছে তারা। বাংলাদেশ একটি ম্যাচে ড্র করেছে। বাংলাদেশের ৩ গোলের বিপরীতে ভারতের গোলসংখ্যা ২৯। এ থেকেই বোঝা যায় ভারত কতটা শক্তিধর। অথচ বয়সভিত্তিক ফুটবলে ভারতকে প্রায়ই হারিয়ে থাকে গোলাম রব্বানীর ছোটনের শিষ্যারা। এটা এখন মোটামুটি স্পষ্ট হয়ে গেছে, সাফ এবং এএফসির বয়সভিত্তিক ফুটবলের অনুর্ধ-১৪ থেকে অনুর্ধ-১৬ লেভেলে খুবই ভাল খেলে বাংলাদেশের মহিলা ফুটবলাররা। এর প্রমাণ এ পর্যন্ত মহিলা দল যে সাতটি সাফল্য পেয়েছে, সেগুলো হচ্ছে অনুর্ধ-১৪, ১৫ এবং ১৬ পর্যায়ে। কিন্তু সমস্যা হচ্ছে অনুর্ধ-১৭, ১৮, ১৯ এবং সিনিয়র লেভেলে গিয়ে। এই আসরগুলোতে কাক্সিক্ষত সাফল্য লাভ করতে ব্যর্থ হচ্ছে লাল-সবুজরা। তাজিকিস্তানে গিয়ে ক’দিন আগেই বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় নারী দল খেলে এসেছে এএফসি অনুর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে। তবে কাক্সিক্ষত ফল লাভে ব্যর্থ হয় তারা। যেতে পারেনি দ্বিতীয় রাউন্ডে। মূলত সেই দলটিই এবার সিনিয়র দল হয়ে খেলতে গেছে প্রতিবেশী দেশ মিয়ানমারে। সেখানে গিয়ে প্রথম ম্যাচেই মিয়ানমারের কাছে ০-৫ গোলে বিধ্বস্ত হয়েছে।
×