ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যানচেস্টার ডার্বি আজ

প্রকাশিত: ০৫:৫০, ১১ নভেম্বর ২০১৮

ম্যানচেস্টার ডার্বি আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ডার্বি আজ। ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি স্বাগত জানাবে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে। এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা। ম্যানচেস্টার ডার্বি ছাড়াও আরও তিনটি ম্যাচ রয়েছে আজ। লিভারপুল নিজেদের মাঠে আতিথ্য দিবে ফুলহ্যামকে। চেলসি মুখোমুখি হবে এভারটনের। এ ছাড়াও আর্সেনাল খেলবে উলভারহ্যাম্পটনের বিপক্ষে। তবে ফুটবলপ্রেমীরা আলাদা করেই দৃষ্টি রাখবেন ইত্তিহাদ স্টেডিয়ামে। বেশ দাপট দেখিয়ে গত আসরের লীগ শিরোপা জিতেছিল ম্যানসিটি। কিন্তু শিরোপা নিশ্চিতের আগে ম্যানচেস্টার ডার্বি তাদের কাঁটার আঘাত দিয়েছিল। ওল্ডট্র্যাফোর্ডে জয় পেলেই শিরোপা নিশ্চিত, এমন এক ম্যাচে হেরে গিয়েছিল ৩-২ ব্যবধানে। সেই হারও আবার বেশ যন্ত্রণাদায়ক; প্রথমার্ধে ইকাই গুনডোগান ও ভিনসেন্ট কোম্পানির গোলে এগিয়ে গিয়েছিল ম্যানসিটি। কিন্তু দ্বিতীয়ার্ধে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় ইউনাইটেড। পল পগবার জোড়া গোল আর ক্রিস স্মলিংয়ের গোলে প্রায় জিতে যাওয়া ম্যাচ হারে সিটি। নতুন মৌসুমের প্রথম ডার্বির আগে তাই ফিরে ফিরে আসছে গত মৌসুমের শেষ ম্যাচটি। এপ্রিলে ওল্ডট্র্যাফোর্ডের সেই ম্যাচের একাদশে ছিলেন না এমেরিক লাপোর্তে। কিন্তু ফরাসী এ ডিফেন্ডার বেঞ্চে বসে দেখেছেন দলের পরাজয়। সাম্প্রতিক সময়ে পেপ গার্ডিওলার দলের অপরিহার্য সদস্য হয়ে যাওয়া ২৪ বছর বয়সী এ সেন্টারব্যাক শোনালেন এবার ডার্বির প্রতিশোধ স্পৃহার কথা। তিনি বলেন, ‘যে কোন দলের বিপক্ষে হেরে যাওয়ার পরই কিন্তু একটা প্রতিশোধের ভাবনা চলে আসে। এবারের ডার্বি দুটি কারণে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত এটি ম্যানচেস্টার ডার্বি, দ্বিতীয়ত জিততে পারলে পয়েন্ট টেবিলে অন্যদের সঙ্গে ব্যবধান বাড়াতে পারব।’ মৌসুমের ১১ রাউন্ড শেষে সিটির পয়েন্ট এখন ২৯। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে পয়েন্ট তালিকার দুই-তিনে আছে যথাক্রমে চেলসি ও লিভারপুল। ম্যানইউ আছে ২০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে। বেশ খানিকটা পিছিয়ে থাকার কারণে ডার্বির ফল নিয়ে খুব বেশি চিন্তিত নন ম্যানইউ কোচ জোশে মরিনহো। ভাবছেন না গত মৌসুমের ঘুরে দাঁড়ানো নিয়েও। এ প্রসঙ্গে স্পেশাল ওয়ানের অভিমত, ‘শেষ ম্যাচের কারণে এ ম্যাচটি বিশেষ হয়ে যাচ্ছে না। আমার অন্তত তেমনই মনে হয়। ম্যানচেস্টার ডার্বি নিজেই বিশেষ। আমরা চেষ্টা করব জেতার জন্য। কারণ সিটি খুবই শক্তিশালী দল।’
×