ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিরিজ জিততে চান মাসাকাদজা

প্রকাশিত: ০৫:৪৯, ১১ নভেম্বর ২০১৮

সিরিজ জিততে চান মাসাকাদজা

স্পোর্টস রিপোর্টার ॥ দুই টেস্টের সিরিজের প্রথমটিতে জিম্বাবুইয়ের কাছে ১৫১ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। আজ দ্বিতীয় টেস্টে তাই ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের। তারা সে জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এবং প্রতিপক্ষের ওপর চড়াও হবে এমনটা নিশ্চিতভাবেই জানেন জিম্বাবুইয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট সবসময় ফলাফল দেয় এটাও মনেপ্রাণে বিশ্বাস করেন। এ কারণে সিরিজ জিততে হলে দ্বিতীয় টেস্টেও জিততে হবে। তাই শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জিম্বাবুইয়ে অধিনায়ক ঘোষণা দিলেন জয় তুলে নেয়ার। ওয়ানডে সিরিজে খুব বাজেভাবে হারার পর জিম্বাবুইয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ভাল কিছু করা সম্ভব এটা কেউ চিন্তা করতে পারেননি। কিন্তু দীর্ঘ পরিসরের এই ক্রিকেটেই ঘুরে দাঁড়িয়েছে তারা দাপুটে ভঙ্গিতে। আর সে কারণে এখন আত্মবিশ্বাস তুঙ্গে জিম্বাবুইয়ের। এ বিষয়ে মাসাকাদজা বলেন, ‘হ্যাঁ, প্রথম টেস্টের পারফর্মেন্স আমাদের প্রচুর আত্মবিশ্বাসী করেছে। আসন্ন খেলায় নামার আগে এটা দলের জন্য সবসময়ই ভাল। আমরা জানি যে তারা কিছুটা চাপে থাকবে এবং স্বীকার করছি যে সেই চাপটা বড় রকমেরই। টেস্ট ম্যাচে সবচেয়ে জরুরী বিষয় হচ্ছে ২০ উইকেট নেয়া। আর একই বিষয় এখানেও প্রয়োগ করতে হবে। এখানেও আমরা তাদের গুটিয়ে দেয়ার চেষ্টা করব।’ মিরপুরের উইকেট অবশ্য সবসময়ই ধোঁয়াশাচ্ছন্ন। আর অধিকাংশ টেস্টেই এখানে ফলাফল বেরিয়ে আসে। এখানে হওয়া ৩৪ টেস্টের ২৮টিতেই ফলাফল হয়েছে, মাত্র ৬ টেস্ট হয়েছে ড্র। এ বিষয়ে মাসাকাদজা বলেন, ‘মিরপুরের উইকেট সবসময়ই কিছুটা অদ্ভুতুড়ে। কখনই জানা সম্ভব নয় যে এখান থেকে কি পাবেন আপনি। আমার মনে হয় গ্রাউন্ডসম্যানরাও এটা কখন কি করবে সেটা জানতে গিয়ে মাঝে মাঝে হিমশিম খেয়ে যায়। দলগত হিসেবে বেশি জরুরী হচ্ছে আমরা অবশ্যই সিরিজ জেতার চেষ্টা করব। এটা সবসময় ফলাফল হওয়ার মতো উইকেট। আমরা সে জন্যই জানি যে সিরিজ জিততে হলে এখানেও জিততে হবে। দল হিসেবে আমরা অবশ্যই সেটা করার দিকে মনোযোগী। তারা অবশ্যই ক্ষুধার্ত থাকবে এবং আমাদের বিরুদ্ধে চড়াও হবে। তারা খুবই গর্বিত ও ভাল দল। আমরা কঠিন লড়াই প্রত্যাশা করছি। তারা কঠিন হয়ে চড়াও হয়ে সিরিজে সমতা আনবে এটাও আশা করছি। কিন্তু আমরাও তাদের একটা ভাল ম্যাচ উপহার দিতে প্রস্তুত।’
×