ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাইফ পাওয়ার ব্যাটারি ফুটবলার বাছাই শুরু

প্রকাশিত: ০৫:৪৭, ১১ নভেম্বর ২০১৮

সাইফ পাওয়ার ব্যাটারি ফুটবলার বাছাই শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রাম থেকে শুরু হলো বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবলের বিভাগীয় পর্যায়ের দল গঠন প্রক্রিয়া। গতকাল শনিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাইফ পাওয়ার ব্যাটারি বিডিডিএফএ চট্টগ্রাম বিভাগ অনুর্ধ-২০ খেলোয়াড় বাছাই প্রক্রিয়ার সূচনা করেন সংগঠনের সভাপতি, চট্টগ্রাম সিটি মেয়ল আ জ ম নাসির উদ্দীন। প্রাথমিক পর্যায়ে শনিবার চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে আগত ১১০ খেলোয়াড়ের বয়স যাচাই করা হয়। তাদের মধ্য থেকে ২৫ ফুটবলার বাছাই করে ৪৫ দিনব্যাপী আবাসিক ক্যাম্প পরিচালনা করা হবে। পরবর্তীতে এ দলটিই শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবলে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করবে। আ জ ম নাসির উদ্দীন বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবল জাতিকে শুধু হতাশাই উপহার দিয়েছে। বয়সভিত্তিক ফুটবলে একটি দুটি সাফল্য ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ফুটবল যেন ক্রমাগত পিছিয়ে পড়েছে। আমরা এ চিত্র পরিবর্তন করতে চাই। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে বিকশিত করতে চাই। ভাল প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রকৃত ফুটবলার হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সে জন্যই অনুর্ধ-২০ খেলোয়াড় বাছাই থেকে তাকে তৈরি করতে চাই আগামীর প্রজন্ম হিসেবে, বলেন আ জ ম নাসির উদ্দীন। বিডিডিএফএ মহাসচিব তরফদার মোঃ রুহুল আমিন বলেন, দেশের ফুটবলে ভিন্নমাত্রা যোগ করবে সাইফ পাওয়ার ব্যাটারি বিডিডিএফএ অনুর্ধ-২০ খেলোয়াড় বাছাই প্রক্রিয়া। এটি অনুর্ধ-২০ ফুটবলারদের জন্য একটি কাঠামো ও প্ল্যাটফর্ম তৈরি করবে, জেলা পর্যায়ে ফুটবলার তৈরির এ ধরনের কার্যক্রম এর আগে নেয়া হয়নি। আমরাই প্রথম শুরু করলাম। আশাকরি এই কার্যক্রমের মাধ্যমে আগামীতে অনেক ভালমানের ফুটবলার উপহার দিতে পারব। যার মাধ্যমে দেশে খেলোয়াড় তৈরির একটা পাইপ লাইন তৈরি করবে। বাফুফের অধীনে বর্তমানে বয়সভিত্তিক কোন প্রশিক্ষণ বা টুুর্নামেন্ট নেই বললেই চলে। ফলে বেরিয়ে আসছে না সম্ভাবনাময়, প্রতিভাবান খেলোয়াড়। বিষয়টা ফুটবলের জন্য সুখকর নয়। ফলে একজন ফুটবলপ্রেমী হিসেবে বসে থাকতে পারি না। প্রসঙ্গত তরফদার মোঃ রুহুল আমিন নিজের অর্থে গোটা দেশের ফুটবল সচল করতে বিডিডিএফএ’র মাধ্যমে গুরুদায়িত্ব কাঁধে নিয়েছেন। নতুন গঠিত এই সংগঠনের মাধ্যমে সারাদেশে জেলা ফুটবল লীগ চালুর কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছেন। যা করতে ব্যর্থ হয়েছে বাফুফে। এবার পরবর্তী পদক্ষেপ হিসেবে অনুর্ধ-২০ বাছাই প্রক্রিয়া শুরু করেছেন। সন্দেহ তার উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ফুটবলের অগ্রগতির লক্ষ্যে ঢাকার ক্লাব কর্মকর্তাদের সঙ্গেও বিডিডিএফএ’র ব্যানারে আলোচনা সভা করা হয়েছে। এতে ব্যাপক সাড়া পড়ে ক্লাব কর্মকর্তাদের দীপ্ত পদচারণায়। এখন অনুর্ধ-২০ প্রতিভা অন্নেষণ কর্মসূচী গোটা দেশে সফল আয়োজন করতে পারলে আগামীতে সুফল পাবে দেশের ফুটবল। জানা গেছে জাতীয় নির্বাচনের পর বিডিডিএফএ’র কার্যক্রম আরও প্রসারিত করা হবে। যোগ্য নের্তৃত্ব ও অর্থের অভাব না থাকায় বিডিডিএফএ’র কার্যক্রম সফল হতে বাধ্য। সব জেলা ও বিভাগসহ দেশের ক্লাব সংগঠক বিডিডিএফএ’র কার্যক্রমের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। ফুটবলের উন্নয়নে বিডিডিএফএ’র পাশে থাকতে হাত মিলিয়েছেন। সাইফ পাওয়ার টেকের মাধ্যমে স্পন্সর বা অর্থ যোগান দিচ্ছেন তরফদার মোঃ রুহুল আমিন। পাশপাশি আ জ ম নাসিরকে নিয়ে সফলভাবে এগিয়ে যাচ্ছেন তিনি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিডিডিএফএ সহ-সভাপতি আশিকুর রহমান মিকু, সিরাজুদ্দিন মোঃ আলমগীর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া কমিটির আহ্বায়ক আলি আব্বাস।
×