ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লোকসানে ইয়াকিন পলিমার

প্রকাশিত: ০৫:৪১, ১১ নভেম্বর ২০১৮

লোকসানে ইয়াকিন পলিমার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধারাবাহিকভাবে মুনাফা দেখিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত হলেও লেনদেন শুরুর দুই বছরের মধ্যে লোকসানে পড়েছে ইয়াকিন পলিমার লিমিটেড। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কর-পরবর্তী ৩৬ লাখ ৪২ হাজার টাকা লোকসান দেখিয়েছে কোম্পানিটি। যদিও সরকারের নীতির কারণে কোম্পানির উৎপাদিত পণ্য পিপি ওভেন ব্যাগের বিক্রি কমে যাওয়া এবং নতুন কারখানা চালু করতে বিলম্ব হওয়ায় এমন হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কোম্পানির কর্মকর্তারা বলছেন, সরকার ১৭ ধরনের পণ্যে পাটের ব্যাগ বাধ্যতামূলক করায় গত দুই বছর ধরেই ইয়াকিন পলিমারের পিপি ওভেন ব্যাগের বিক্রি ধারাবাহিকভাবে কমেছে। শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থে কারখানা সম্প্রসারণের মাধ্যমে বিদেশে পণ্য রফতানির পরিকল্পনা থাকলেও গ্যাস সঙ্কটের কারণে তা করতে পারেনি ইয়াকিন পলিমার। অন্যদিকে বিদ্যমান কারখানার উৎপাদন সক্ষমতা কমে যাওয়ায় বিক্রি কমে লোকসানে পড়েছে এ কোম্পানি। তবে রফতানি বাড়ানো উদ্যোগ সফল হলে লোকসান থাকবে না বলে জানিয়েছেন তারা। কোম্পানির একজন উর্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই বছর আগে সরকার ১৭ ধরনের পণ্যে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করেছে। এসব পণ্যের মধ্যে অধিকাংশের মোড়কজাতে আগে পিপি ওভেন ব্যাগ ব্যবহার হতো, যা ইয়াকিন পলিমারের মূল পণ্য। এ কারণে স্বাভাবিকভাবেই ইয়াকিনের উৎপাদিত ব্যাগের চাহিদা কমেছে।
×