ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধেয়ে আসছে ভিনগ্রহীদের মহাকাশযান!

প্রকাশিত: ০৫:৩৯, ১১ নভেম্বর ২০১৮

ধেয়ে আসছে ভিনগ্রহীদের মহাকাশযান!

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভিনগ্রহীদের পাঠানো কোন মহাকাশযান! তা আদতে কোন ধূমকেতু নয়, নয় কোন গ্রহাণু বা এ্যাস্টারয়েড। এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল জানাল, না, পৃথিবীর দিকে ধেয়ে আসা ওই মহাজাগতিক বস্তুটি আদতে কোন ধূমকেতু নয়। খুব সম্ভবত ওটা ভিনগ্রহীদের পাঠানো কোন মহাকাশযান। আর সেটাকে পরিচালিত করছে আলো। আমাদের সূর্য বা তার মতো কোন নক্ষত্রদের আলোই তাকে ঠেলে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে চলেছে। অন্য কোন নক্ষত্রমণ্ডল থেকে তাকে ঢুকিয়ে দিয়েছে আমাদের সৌরমণ্ডলে। আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘দ্য এ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ প্রকাশিতব্য গবেষণাপত্রে এমনটাই দাবি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যোতির্বিজ্ঞানী স্যামুয়েল বেলি ও অভি লোয়েব। -ওয়েবসাইট অবলম্বনে।
×