ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ সবসময় উল্টো পথে হাঁটে ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৩৮, ১১ নভেম্বর ২০১৮

আওয়ামী লীগ সবসময় উল্টো পথে হাঁটে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশন (ইসি) বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখার আয়োজন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংলাপ, নির্বাচন এবং তফসিল ঘোষণা সবই তামাশার নামান্তর। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ সবসময় উল্টো পথে হাঁটে। আওয়ামী লীগ অর্থই হচ্ছে নির্বাচনী ব্যবস্থার বারোটা বেজে যাওয়া। আওয়ামী লীগ কখনোই প্রতিযোগিতামূলক নির্বাচনে বিশ্বাস করে না। রিজভী বলেন, সরকারের নির্দেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়েই জরাজীর্ণ, পরিত্যক্ত ও বাসানুপযোগী নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। বাড়িঘরসহ তার বেঁচে থাকার সব অবলম্বনকে কেড়ে নিয়ে, তার চিকিৎসা পাওয়ার অধিকারকে হরণ করেছে। নির্বাচন থেকে দূরে রাখতেই নির্বাচনের বছরে অনুগত আদালতকে দিয়ে সাজা দিয়ে জেলে আটকে রাখা হয়েছে। আদালতে হাজিরাসহ বন্দীশালায় চালানো হচ্ছে নির্যাতন-নিপীড়ন। বিরোধী নেতাকর্মীদের বিনা কারণে নিপীড়ন করার জন্যই দেশের কারাগারগুলো এখন প্রতিশোধ গ্রহণের পার্সোনাল খোয়াড়ে পরিণত হয়েছে। রিজভী বলেন, ক্ষমতাসীনরা জনগণের দাবি মানছে না। ৭ দফা দাবিকে অগ্রাহ্য করেই একতরফা নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে তারা। চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্যই বছরের পর বছর ধরে নির্মমতাকে কাজে লাগানো হয়েছে বিরোধী দল দমনে। আওয়ামী লীগ জনগণকে ভয় পায় বলেই দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে মামলায় সাজা দিয়ে কারাবন্দী করে রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মামলায় সাজা দেয়া হয়েছে। রিজভী বলেন, আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছে, আবার তারাই সংবিধান থেকে সেটি মুছে দিয়েছে। কোন আধুনিক রাজনৈতিক দল একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গের বখাটে আচরণ করতে পারে না। এই যে জনমতকে তাচ্ছিল্য করা, এর মধ্য দিয়েই প্রমাণ হয় সেই বাকশালে ফিরে যেতেই যত আয়োজন করা হচ্ছে। রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তি আমাদের আন্দোলনের মূল লক্ষ্য। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় মানুষ বুকের রক্ত ঢেলে দিয়ে উত্তাল আন্দোলনকে বিজয়ের পথে ধাবিত করবে। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার বা নির্বাচনী মাঠ সমতল করার কোন গরজ বর্তমান নির্বাচন কমিশনের নেই। সেজন্যই একতরফা নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে কমিশন তফসিল ঘোষণা করেছে। এই ঘোষণায় সারাদেশের ভোটারদের মুড-অব, দেশের জনগণ হতাশ। এখন গণতন্ত্র হত্যার উৎসব চলছে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে। রিজভী বলেন, সিইসি তফসিল ঘোষণার সময় বলেছেন বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি না করতে, রাজনৈতিক মামলা না দিতে, কিন্তু শুধুমাত্র শুক্রবারই বিরোধী দলের তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দায়ের হচ্ছে নতুন নতুন মামলাও। বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন বিক্রি কবে থেকে শুরু করবে বিএনপি? এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, পরে জানানো হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, সংলাপের প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় দেশবাসী হতাশ হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ। নীল নক্সার নির্বাচন ফলপ্রসূ হবে না- খোকন ॥ নীল নক্সার নির্বাচন ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শনিবার সকালে গুলিস্তান শহীদ নূর হোসেন চত্বরে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। খোকন বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করলে বিরোধী দল কেমনে প্রচার চালাবে। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ শেষ না করেই সরকারের নীল নক্সা অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) তফসিল দিয়েছে। তিনি আরও বলেন, শহীদ নূর হোসেনের জীবন থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান করতে হবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভীর ঝটিকা মিছিল ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেয়া এবং তড়িঘড়ি করে তফসিল ঘোষণার প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ এলাকায় দলের কিছু নেতাকর্মীকে নিয়ে তিনি এ মিছিল করেন এবং পুলিশ আসার আগে দ্রুত সটকে পড়েন।
×