ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তফসিল ঘোষণাকে স্বাগত জানাল অস্ট্রিয়া প্রবাসীরা

প্রকাশিত: ০৪:৪৩, ১১ নভেম্বর ২০১৮

তফসিল ঘোষণাকে স্বাগত জানাল অস্ট্রিয়া প্রবাসীরা

সংবাদদাতা ভিয়েনা থেকে ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে অস্ট্রিয়া প্রবাসী বাঙালীরা। এক বিবৃতিতে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন যে কোন দেশেরই গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। নির্বাচন গণতন্ত্রের সৌন্দর্য বিকশিত করে। নির্বাচন একটি উৎসব। নিজেদেরকে জনগণের কাছে নিয়ে যাওয়ার এটাই প্রধান উৎসব। আর সেই কারণেই আমাদের দৃঢ় বিশ্বাস এই গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে এবারের নির্বাচনটি রূপ নেবে মহাউৎসবে। নির্বাচনে যেন কোন ধরনের সহিংসতা ঘটতে না পারে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে সব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, এটাই আমদের প্রত্যাশা।
×