ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মতিঝিল আইডিয়ালে ভর্তি

১০ নবেম্বর থেকে আবেদন ফরম পূরণ

প্রকাশিত: ০৪:৪৩, ১১ নভেম্বর ২০১৮

১০ নবেম্বর থেকে আবেদন ফরম পূরণ

স্টাফ রিপোর্টার ॥ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ। আগামী ১০ নবেম্বর থেকে অনলাইন আবেদন ফরম পূরণ কার্যক্রম শুরু হয়ে ২০ নবেম্বর পর্যন্ত চলবে। তিন শাখায় আলাদাভাবে ভর্তি পরীক্ষা ও প্রথম শ্রেণীর লটারি আয়োজন করা হবে। শনিবার স্কুলের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। মতিঝিল, মুগদা ও বনশ্রী শাখায় শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে মতিঝিল শাখায় প্রভাতি-দিবায় বাংলা ভার্সনে প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ৬৬০টি আসন, বনশ্রী শাখায় প্রভাতি-দিবায় ৯০০টি এবং মুগদা শাখার প্রভাতি-দিবায় ৬১০টি শূন্য আসন রয়েছে। এ ছাড়াও মতিঝিল শাখায় ইংলিশ ভার্সনে বালক-বালিকা মিলে ৩১০টি ও বনশ্রী শাখায় ইংলিশ ভার্সনে ৬৯০টি শূন্য আসনে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ভর্তি করা হবে।
×