ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন চায় জাতীয় পার্টি ॥ জিএম কাদের

প্রকাশিত: ০৪:৪৩, ১১ নভেম্বর ২০১৮

নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন চায় জাতীয় পার্টি ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টর ॥ নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন চায় জাতীয় পার্টি। দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, কোন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জাতীয় পার্টি লেভেল প্লেয়িং ফিল্ড পায়নি। সঙ্গত কারণে দলটি নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন চায়। ’৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের মৃত্যু দিবসটিকে বছর কয়েক ধরে জাতীয় পার্টি গণতন্ত্র দিবস হিসেবে পালন করছে। শনিবার দলীয় গণতন্ত্র দিবস পালন উপলক্ষে চেয়ারম্যান এইচ এম এরশাদের বনানী অফিসে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিএম কাদের বলেন, বিএনপি নির্বাচনে এলে কোন দলই এককভাবে নির্বাচন করবে না। তখন জাতীয় পার্টি মহাজোটে থেকে নির্বাচনে অংশ নেবে। যদিও ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি রয়েছে জাতীয় পার্টির। বিএনপি নির্বাচনে না এলে এককভাবে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে বলেও ইঙ্গিত দিয়েছে দলটি।
×