ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘মেহনতি মানুষের পাশে দাঁড়াতে না পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে না’

প্রকাশিত: ০৪:৪২, ১১ নভেম্বর ২০১৮

‘মেহনতি মানুষের পাশে দাঁড়াতে না পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে না’

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে মাতৃভূমিকে ভালবাসি তারা যদি উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড জসিম উদ্দিন মণ্ডলের রাজনীতির দর্শনে বিশ্বাস করে এদেশের মেহনতি মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা প্রধান প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানী। শনিবার সন্ধ্যায় ঈশ্বরদীর মাহাবুব আহমেদ স্মৃতি মঞ্চে কমরেড জসীম উদ্দিন মণ্ডলের নাগরিক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি প্রখ্যাত সাংবাদিক শাহরিয়ার কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাষাসৈনিক, সাংবাদিক রণেশ মৈত্র ও অধ্যাপক শহিদুল ইসলাম। নাগরিক কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট কামাল হোসেনের সভাপতিত্বে অধ্যাপক উদয়নাথ লাহিড়ী, সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, উপাধ্যক্ষ কামরুজ্জামান, সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ ও জসীম ম-লের মেয়ে বিলকিস বেগমসহ অন্যরা বক্তব্য দেন।
×