ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশ রূপান্তরিত হয়েছে উন্নয়নের মহাকাব্যে’

প্রকাশিত: ০৪:৪০, ১১ নভেম্বর ২০১৮

‘বাংলাদেশ রূপান্তরিত হয়েছে উন্নয়নের মহাকাব্যে’

বিডিনিউজ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাকাব্যে রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফেকিটেমোয়েলা কাটোয়া ইউটোইকামনো। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট মিলনায়তনে ‘বাংলাদেশ উন্নয়ন মেলা’য় বক্তৃতা দিতে গিয়ে তিনি এ কথা বলেন। মেলাটি যৌথভাবে জাতিসংঘে বাংলাদেশ মিশন ও নিউইয়র্ক কনস্যুলেট জেনারেলের অফিস আয়োজন করে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ফেকিটেমোয়েলা কাটোয়া বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে সমগ্র জনগোষ্ঠী আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশ রূপান্তরিত হয়েছে উন্নয়নের এক মহাকাব্যে, যা আমাদের শেখাচ্ছে, লক্ষ্য অর্জনে দৃঢ় অঙ্গীকার, জাতীয় নেতৃত্বে বলিষ্ঠতা এবং উন্নয়ন কর্মকা-ে সমগ্র জনগোষ্ঠীকে উজ্জীবিত করা।’ তিনি বলেন, ‘উন্নয়নের এ অবিশ্বাস্য ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের স্থিতির বিকল্প নেই। দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতি। এ বিষয়ে সকলকে আন্তরিকতার সঙ্গে সজাগ থাকতে হবে।’ অনুষ্ঠানে ভারতীয় কনসাল জেনারেল ও রাষ্ট্রদূত সন্দ্বীপ চক্রবর্তী বলেন, ‘বড় ধরনের প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে ওঠেনি। এটা সম্ভব হয়েছে উন্নয়ন পরিক্রমায় সমগ্র জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে। জনগণকে ক্ষমতায়িত করা, নারী ক্ষমতায়ন, শিক্ষা-স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ইত্যাদির মধ্য দিয়ে। আমি মনে করছি, বাংলাদেশের উন্নয়নের এই ধারাক্রম গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।’ ‘বাংলাদেশ উন্নয়ন মেলা’য় বক্তব্য দেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। ‘বাংলাদেশ উন্নয়ন মেলা’য় বক্তব্য দেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও জাতিসংঘে বিভিন্ন দেশের কূটনীতিক, উন্নয়ন-সহযোগী সংস্থার শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন দেশের কনসাল জেনারেল ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিত্বকারীরা এসেছিলেন উন্নয়ন মেলায়। ছিলেন মুক্তিযোদ্ধা এবং প্রবাস-প্রজন্মের সদস্যরাও।
×