ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আধিপত্য বিস্তার নিয়ে পল্লবীতে ঝুট ব্যবসায়ী খুন

প্রকাশিত: ০৪:৩৯, ১১ নভেম্বর ২০১৮

আধিপত্য বিস্তার নিয়ে পল্লবীতে ঝুট ব্যবসায়ী খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীতে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে ব্যবসায়ী মহিউদ্দিন ওরফে মোহন খানকে (৪২) পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে মোহনকে খুব কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। খুনের আলামত দেখে ধারণা করা হচ্ছে, খুনীরা পেশাদার। মোহনের শরীর পিঠ ও বুক লক্ষ্য করে তিনটি গুলি চালানো হয়, এ জন্য অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে। এদিকে হত্যার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। শনিবার দুপুরের দিকে ঢাকা মেডিক্যালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত মোহন খানের বাবার নাম মরহুম আব্দুর রশিদ। বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পানাহার গ্রামে। মিরপুর-১০ নম্বরে প্যারিস রোডের উদয়ন স্কুল সংলগ্ন ২১ নম্বর বাসায় সপরিবারে থাকতেন। মিরপুর ঝুটপট্টিতে তার ঝুটের ব্যবসা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে প্যারিস রোডের বাসার সামনে আল আমিন স্টোর নামে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন মোহন খান। হঠাৎ দুর্বৃত্তরা এসে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ সময় হাসান আলী (৪১) নামে এক বেকারি ব্যবসায়ী আহত হয়। আহত হাসানের বাবা চান মিয়া। আহত হাসান জানান, আমি মেঘনা বেকারি থেকে খাবার কিনে বিভিন্ন দোকানে সরবরাহ করি। শুক্রবার মালের টাকা উঠাতে রাতে ওই এলাকায় যাই। ঘটনাস্থলের পাশে একটি দোকান থেকে টাকা নেয়ার সময় পেছনে অনেক গুলির শব্দ শুনতে পাই। একটি গুলি হঠাৎ আমার হাতে এসে লাগে। ‘আল আমিন স্টোরের’ মালিক জানান, তার দোকানের পাশেই মোহন খানের বাসা। শুক্রবার রাত আটটার দিকে তার দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এতে মোহনসহ দুজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। গুলি ছুড়েই পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত মোহনের ভাগ্নে রবিন জানান, এলাকায় মামার ঝুট ব্যবসা রয়েছে। এ ছাড়া কালশী রোডে বিসমিল্লাহ হার্ডওয়্যার নামে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইমরানুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে ঝুট ব্যবসায়ী মোহন খানকে খুব কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করেছে। তিনি বলেন, ৭/৮ মাস আগে ব্যবসায়িক দ্বন্দ্বে মোহন গুলিবিদ্ধ হয়েছিলেন। সে যাত্রা তিনি বেঁচে যান। এ ঘটনায় কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন তিনি। তাদের একজন কারাগারে আছে। ধারণা করা হচ্ছে এই চক্রটিই তাকে হত্যা করে থাকতে পারে। তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে পরিকল্পনা ও হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় আহত হাসান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
×