ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে এসআই সাসপেন্ড

প্রকাশিত: ০৪:৩৮, ১১ নভেম্বর ২০১৮

টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে এসআই সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১০ নবেম্বর ॥ টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে চাঁদা দাবি করে ট্রাকচালক বকুলকে পুলিশ মারধর করে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। শনিবার সকাল ৫টার দিকে এই ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের উপস্থিতিতে পরিবহন শ্রমিকরা সকাল সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নেয়। এরপর সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় অভিযুক্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (এসআই) নুর-ই-আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আহত ট্রাকচালক বকুলের চিকিৎসার ব্যয়ভার পুলিশ প্রশাসন গ্রহণ করেছে। এছাড়া এ ঘটনায় কালিহাতী সার্কেলের (এএসপি) মাসুদুর রহমান মনিরকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, সকালে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় সেতুর পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নূর-ই-আলম টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলকারী একটি ট্রাক থামিয়ে চাঁদা দাবি করে। এ সময় ওই ট্রাকচালক বকুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার মুখমণ্ডলে আঘাত করে এসআই নূর-ই-আলম। এতে ওই ট্রাকচালক আহত হয়। এই খবর ছড়িয়ে পরলে সেতু দিয়ে চলাচলকারী অন্য ট্রাকচালকরা সকাল ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে মহাসড়কের উপর এলোপাথাড়ি ভাবে ট্রাক রেখে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এই ঘটনায় সেতুর উভয়পাড়ে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
×