ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘাটাইলে এমপি রানার সহযোগী গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩৭, ১১ নভেম্বর ২০১৮

ঘাটাইলে এমপি রানার সহযোগী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১০ নবেম্বর ॥ পুলিশের বিশেষ অভিযানে ঘাটাইলে তিনটি আগ্নেয়াস্ত্র, ৬৫ রাউন্ডগুলি, ম্যাগজিন ও চার শ’ বোতল ফেনসিডিলসহ রাসেল মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে মৃত খোরশেদ আলী ওরফে খসরু মিয়ার ছেলে। শনিবার ভোরে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কারাবন্দী স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার সহযোগী বলে জানা গেছে। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সাংবাদিক সম্মেলনে জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ঘাটাইল পৌরসভাধীন ঘাটাইল বাসস্ট্যান্ডের চেয়ারম্যান আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালনার সময় আমানুর রহমান খান রানা এমপির সহযোগী রাসেল মিয়ার (২৯) চারতলা বাসার দ্বিতীয়তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাজেদ সভাপতি, মিলন সম্পাদক নির্বাচিত যশোর সাংবাদিক ইউনিয়ন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) নির্বাচনে সভাপতি পদে সাজেদ রহমান ও সম্পাদক পদে হাবিবুর রহমান মিলন জয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রণব দাস, যুগ্ম-সম্পাদক পদে রেজাউল করিম রুবেল ও কোষাধ্যক্ষ পদে মারুফ কবীর। নির্বাহী সদস্যের দুটি পদে নির্বাচিত হয়েছেন জিয়াউল হক ও সফিক সায়ীদ। শনিবার সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রেসক্লাব কনফারেন্স রুমে ভোটগ্রহণ করা হয়।
×