ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগ থেকে ১৫ জনের ফরম সংগ্রহ

প্রকাশিত: ০৪:৩৬, ১১ নভেম্বর ২০১৮

পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগ থেকে ১৫ জনের ফরম সংগ্রহ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ জাতীয় সংসদের পটুয়াখালী-৩ আসনে শনিবার বিকেল পর্যন্ত আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় থেকে অন্তত ১৫ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শুক্রবারেও এদের কেউ কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহকারীর সংখ্যা বাড়তে পারে বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। শনিবার সকালে সদলবলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এ আসনের চারবারের নির্বাচিত এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইন। এ সময় তার সঙ্গে গলাচিপা ও দশমিনার বিভিন্ন স্তরের অধিকাংশ নির্বাচিত প্রতিনিধি ও বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ছিলেন। আখম জাহাঙ্গীর হোসাইন এমপি ছাড়াও এ আসনের মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন- সাবেক এমপি গোলাম মাওলা রনি, কেন্দ্রীয় যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান শাহিদ প্রিন্স মহাব্বাত, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা কৃষক লীগের সভাপতি তসলিম সিকদার, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আজীজ, বিশিষ্ট ব্যবসায়ী ও বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের বোনের ছেলে এসএম শাহজাদা সাজু প্রমুখ। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করে সবচেয়ে বেশি চমক সৃষ্টি করেছেন গোলাম মাওলা রনি। তিনি এর আগে নবম সংসদে আওয়ামী লীগের এ আসনের এমপি ছিলেন। দলীয় নেতৃবৃন্দ সম্পর্কে মন্তব্য করে ওই সময়ে তিনি দেশব্যাপী আলোড়ন তোলেন। এক পর্যায়ে এমপি থাকা অবস্থায় সাংবাদিকদের মারধর করার মামলায় বেশ কিছুদিন হাজতবাসও করেন। দশম সংসদ নির্বাচনে তিনি আর মনোনয়ন চাননি। কিন্তু এবার আবার মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, এ আসনের জন্য আরও কয়েকজন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন।
×