ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এবার আসছে উড়ন্ত মোটরবাইক

প্রকাশিত: ০৪:১৭, ১১ নভেম্বর ২০১৮

এবার আসছে উড়ন্ত মোটরবাইক

সামনেই অপরাধীদের গাড়ি। পাল্লা দিতে পারছে না বাইকটা। আচমকাই গাড়ির ওপরে উঠে পড়ল উড়ন্ত বাইকটা। গাড়িকে ডিঙিয়ে সামনে এসে পড়ল। না, হলিউডের কোনও ছবির দৃশ্য নয়, একেবারে বাস্তব। অপরাধীদের ধরার জন্য দুবাই পুলিশ এক হোভার মোটরবাইক ব্যবহার করবে যা কিনা উড়তেও পারে। দুবাইয়ের ‘জাইটেক্স টেকনোলজি সপ্তাহ’ শীর্ষক সম্মেলনে এই হোভারবাইক প্রকাশ্যে আসে। হোভারবাইক জরুরী পরিস্থিতিতে পুলিশ বাহিনী ব্যবহার করতে পারবে এবং রাস্তার গতিপ্রকৃতি অনুসরণ করতে পারবে। এই হোভারবাইক অনেকটা স্পিডার বাইক ধাঁচের, যা স্কাউট ট্রুুপাররা ব্যবহার করেন। রাশিয়া হোভার সার্ফের তৈরি এই ক্র্যাফট পুরোপুরি বৈদ্যুতিক এবং ৬০০ পাউন্ডের ওপর ওজন নিতে সক্ষম। এটি প্রতি চার্জে উড়ন্ত অবস্থায় ২৫ মিনিট চালানো যাবে। স্করপিয়ন নামের এই হোভারবাইক নানা জরুরী পরিস্থিতিতে টানা সাড়ে ছয় কি.মি. এবং প্রায় ৫ মিটার পর্যন্ত উচ্চতায় উড়তে পারবে এটি। এর গতিবেগ হবে ৯৭ কি.মি. প্রতি ঘণ্টা। -অর্থনৈতিক রিপোর্টার
×