ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তৃতীয় প্রান্তিকে এক কোটিরও বেশি স্মার্টওয়াচ বিক্রি

প্রকাশিত: ০৪:১৭, ১১ নভেম্বর ২০১৮

তৃতীয় প্রান্তিকে এক কোটিরও বেশি স্মার্টওয়াচ বিক্রি

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী এক কোটি ইউনিটের বেশি স্মার্টওয়াচ বিক্রি হয়েছে। যা বছরের ব্যবধানে ৬৭ শতাংশের বেশি বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্রাটেজি এ্যানালিটিক্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, চলতি বছরে তৃতীয় প্রান্তিকে স্মার্টওয়াচ সরবরাহে শীর্ষস্থানে রয়েছে এ্যাপল। জুলাই-সেপ্টেম্বর মেয়াদে ৪৫ লাখ স্মার্টওয়াচ ডিভাইস সরবরাহ করেছে এই মার্কিন প্রযুক্তি জায়ান্ট। যা ২০১৭ সালের একই সময়ের তুলনায় ৯ লাখ ইউনিট বা প্রায় ২৫ শতাংশ বেশি। সর্বোচ্চ সরবরাহের মাধ্যমে তালিকায় দ্বিতীয় স্থানে আছে আরেক মার্কিন প্রতিষ্ঠান ফিটবিট। বৈশ্বিক বাজারে ১৫ লাখ ইউনিট স্মার্টওয়াচ ডিভাইস বিক্রি করে প্রতিষ্ঠানটি। আর তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেক্ট্রনিক্স। -অর্থনৈতিক রিপোর্টার
×