ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ বছরে ১৬ লাখ কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ০৪:১৬, ১১ নভেম্বর ২০১৮

পাঁচ বছরে ১৬ লাখ কোটি টাকার প্রকল্প অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাঁচ বছরে ১ হাজার ৩৬২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৬ লাখ ৫ হাজার ৩২৩ কোটি টাকা। এর মধ্যে সরকারী তহবিলের ৯ লাখ ৮৫ হাজার ৯৫৬ কোটি টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৫ লাখ ৬৫ হাজার ৫২৮ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৩ হাজার ৮৩৮ কোটি টাকা খরচ করা হবে। এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জানান, ২০১৪ সালে সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত ১৫০টি একনেক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকগুলোতে ১ হাজার ৩৬২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। তবে ৭ নবেম্বরের বৈঠকটি ছিল ১৫১তম সভা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটিই শেষ সভা সেটি বলা যায় না। তবে হাতে এখনও প্রকল্প রয়েছে। কিন্তু আমিও তো নির্বাচন করব। তাই এলাকায় যেতে হবে। একনেক হলেও আমি নিজেই কতটা সময় দিতে পারব কি পারব না সেটি বড় কথা।
×