ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গত অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি গাজীপুর কর অঞ্চলে

প্রকাশিত: ০৪:১৩, ১১ নভেম্বর ২০১৮

গত অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি গাজীপুর কর অঞ্চলে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গত ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি গাজীপুর কর অঞ্চল। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭৫ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে এ সময়ে। কর অঞ্চল গাজীপুরের (গাজীপুর ও টাঙ্গাইল জেলা) কর কমিশনার মোঃ আলী আজগর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন। আগামী ১৩ নবেম্বর থেকে ১৬ নবেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য জাতীয় আয়কর মেলা উপলক্ষে গাজীপুর কর অঞ্চলের সেমিনার কক্ষে সম্প্রতি সন্ধ্যায় আয়োজিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার শাহাদাত হোসেন সিকদার, যুগ্ম কর কমিশনার আব্দুস সালাম, উপ-কর কমিশনার সদর দফতর (প্রশাসন) আশরাফুল আলম প্রধান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহিম সরকার প্রমুখ। কর কমিশনার মোঃ আলী আজগর বলেন, গাজীপুরে অবস্থিত শতকরা ৯৫টি কলকারখানার কর গাজীপুর কর অফিসে প্রদান করে না। এসব কারখানার প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত থাকার কারণে তারা ঢাকা কর অফিসে কর প্রদান করে থাকেন। তাই ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে বেশি আদায় হলেও ২০১৭-১৮ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এসব কারখানাগুলোকে গাজীপুর কর অঞ্চলের আওতাভুক্ত করতে পারলে এ কর অঞ্চলের কর আদায়ের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। গাজীপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোঃ শাহাদাত হোসেন সিকদার জানান, গাজীপুর কর অঞ্চলে গত অর্থ বছরে (২০১৭-১৮) ১ লাখ ৫০ হাজার লোক ট্যাক্স ফাইল নিবন্ধন করেছেন। এদের মধ্যে রিটার্ন জমা দেন প্রায় ৫২ হাজার লোক এবং নিয়মিত কর প্রদান করে থাকেন ৩০ হাজার লোক। তিনি জানান, গত ২০১৭-১৮ অর্থবছরে গাজীপুর কর অঞ্চলে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৬২৫ কোটি টাকা। এর বিপরীতে কর আহরণ হয়েছে ৫৫০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে ৭৫ কোটি টাকা কম রাজস্ব আহরণ করা হয়েছে।
×