ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়া ইডিসিএলে উন্নত এ্যান্টিবায়োটিক সেফালোস্পোরিন প্লান্টে উৎপাদন শুরু

প্রকাশিত: ০৪:১২, ১১ নভেম্বর ২০১৮

বগুড়া ইডিসিএলে উন্নত এ্যান্টিবায়োটিক সেফালোস্পোরিন প্লান্টে উৎপাদন শুরু

সমুদ্র হক ॥ এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) বগুড়া ফ্যাক্টরিতে উন্নত চিকিৎসার এ্যান্টিবায়োটিক সেফালোস্পোরিন প্লান্টে উৎপাদন শুরু হয়েছে দীর্ঘ প্রায় ১৫ বছর পর। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এই প্লান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ক্যাপসুল আকারে এই সেফালোস্পোরিনসহ ইডিসিএলের ১শ’ ২৩ প্রোডাক্ট দেশের সকল সরকারী হাসপাতাল ও কমিউনিটি সেন্টারে বিনামূল্যে সরবরাহ করা হবে। ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডাঃ অধ্যাপক এহসানুল কবির জগলুল জানান, এই এ্যান্টিবায়োটিক উৎপাদন শুরু হলে দেশের সরকারী হাসপাতাল ও কমিউনিটি সেন্টারে ৭২ শতাংশ ওষুধ সরবরাহ করা যাবে। ইডিসিএলের আরও একটি নতুন ফ্যাক্টরি গোপালগঞ্জে স্থাপিত হয়েছে। এর পাশাপশি আরও চারটি ইউনিট স্থাপিত হচ্ছে। সবগুলো উৎপাদনে গেলে সরকারী হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে ১শ’ শতাংশ ওষুধ গরিব রোগীদের বিনামূল্যে বিতরণ করা যাবে। ইডিসিএলের এমডি জানান, সেফালোস্পোরিন উৎপাদনের প্লান্টটি ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকার বন্ধ করে দেয়। প্রায় এক যুগ উন্নত যন্ত্রপাতির এই প্লান্ট বন্ধ ছিল। ২০১৪ সালে বগুড়া ইডিসিএল পরিদর্শনের সময় বিষয়টি তার দৃষ্টিতে আছে। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীকে প্লান্টটি স্থাপনের অনুমতি নেন। বরাদ্দের পর প্লান্টটি চালু হলো। তিনি জানান, বাংলাদেশে বর্তমানে অনেক উন্নত ওষুধ তৈরি হচ্ছে। বিশ^ব্যাংক কমিউনিটি ক্লিনিক ও সরকারী হাসপাতালে সরবরাহের জন্য ওষুধ উৎপাদনে ১শ’ ৬০ কোটি টাকা ঋণ দিয়েছে। ইডিসিএলের উৎপাদিত ওষুধে দেশে প্রায় দেড় কোটি রোগী চিকিৎসা সেবা পাচ্ছে। যা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে দেশ দ্রুত এগিয়ে নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মান্নান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা, বগুড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ আহসান হাবি, ইডিসিএল বগুড়া প্লান্টের মহাব্যবস্থাপক সত্যজিত দাস, উপ-মহাব্যবস্থাপক এস এম আহসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডাঃ রেজাউল আলম জুয়েল ও সাধারণ সম্পাদক ডাঃ সামির হোসেন মিশু।
×