ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএমএসের ব্যানারে সোহেল মেহেদীর ‘তোর লাগি’

প্রকাশিত: ০৩:৫৯, ১১ নভেম্বর ২০১৮

ডিএমএসের ব্যানারে সোহেল মেহেদীর ‘তোর লাগি’

স্টাফ রিপোর্টার ॥ এই প্রজন্মের মেধাবী সঙ্গীতশিল্পী সোহেল মেহেদী। পারিবারিক অনুপ্রেরণায় ছোটবেলায় সঙ্গীতচর্চার শুরু। সঙ্গীতে তালিম নিয়েছেন আবুল হোসেন জোয়ারদার, অজয় কুমার দাশ, অর্ধেন্দু ব্যানার্জি, তপন কুমার ভট্টাচার্যসহ একাধিক সঙ্গীতজ্ঞের কাছ থেকে। সোহেল মেহেদী মূলত আধুনিক গানের শিল্পী। পাশাপাশি নজরুল, সেমি ক্ল্যাসিকাল এবং লোকসঙ্গীত করে থাকেন। তার প্রথম একক এ্যালবাম ‘বুকের ভেতর কষ্ট’ প্রকাশিত ২০০০ সালে। এরপর একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। তার সম্প্রতি আলোচিত গানের তালিকায় আছে ‘ভালবাসি বলবো তোকে’, ‘কেউ তো ছিলো’, ‘বলা হলো না’, ‘দ্বিধা’ প্রমুখ। গানের মাঝেই ডুবে আছেন এই শিল্পী। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হলো তার নতুন গানের অডিও-ভিডিও ‘তোর লাগি’। অভি আকাশের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে সময়োপযোগী গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। ত্রিভুজ প্রেমের গল্পের এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ফারহান খান রিও, সামন্তী সৌমী এবং এহসান অনন্য। আছেন সোহেল মেহেদীও। শুক্রবার সন্ধ্যায় ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশনা উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি। আর জে ত্রয়ীর সঞ্চালনায় প্রকাশনা উৎসবে গানটির শিল্পী সোহেল মেহেদীকে শুভাশীষ জানাতে উপস্থিত হয়েছিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর, গানটির গীতিকার ও সুরকার অভি আকাশ, সঙ্গীত পরিচালক রেজওয়ান শেখ, ভিডিও নির্মাতা সৈকত নাসির, কণ্ঠ শিল্পী শাওন গানওয়ালা এবং ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। নিজের নতুন গান এবং ভিডিও নিয়ে উচ্ছ্বাসিত সোহেল মেহেদী বলেন, আমি শ্রোতাদের কাছে কৃতজ্ঞ। তারা আমার সাম্প্রতিক কাজগুলোকে ভালভাবে গ্রহণ করেছেন। ‘তোর লাগি’ গানটি একটি প্রেমের গান। গানের ভিডিওতে বর্তমান সময়ের প্রেমিক-প্রেমিকাদের সম্পর্ক, সম্পর্কের টানাপোড়েন এবং পরিণতি দেখানো হয়েছে। যা শ্রোতা-দর্শকদের ভাল লাগবে। গত ৯ নবেম্বর, শুক্রবার প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে ‘তোর লাগি’ গানটির অডিও-ভিডিও। এছাড়াও ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে গানটি শোনা যাচ্ছে ।
×