ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্যা ক্লে’

প্রকাশিত: ০৩:৫৮, ১১ নভেম্বর ২০১৮

মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্যা ক্লে’

স্টাফ রিপোর্টার ॥ আদ্রিয়ান ফিল্মস এন্টারটেইনমেন্টের কর্ণধার জুলফিকার জাহেদী এবার মুক্তি দিলেন একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্যা ক্লে’। রাজধানীর এলিফ্যান্ট রোডের দীপনতলা মিলনায়তনে শুক্রবার আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির মুক্তি দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও ‘দ্যা ক্লে’ এর কুলা-কুশলী। উদীয়মান লেখক হুমায়ন কবীরের মূলভাবনা এবং তরুণ কবি ও নাট্যকার আসম্মা শাওনের গল্প, চিত্রনাট্য ও সংলাপ অবলম্বনে নির্মিত হয়েছে ‘দ্যা ক্লে’ চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এম এইচ এম মুবাশশির। ১৫ মিনিট দৈর্ঘ্যরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন ওমর ফারুক, শামীম হাসান সরকার, মাকসুদা তিশা, আহমেদ রিপন, শারমিন শিমু, আমিন আকবরীসহ আরও অনেকে। চলচ্চিত্রটি সুপারভিশনে আছেন এইচ আল বান্না। চিত্রগ্রহণে আছেন বিদ্রোহী দীপন ও এম এইচ এম.মুবাশশির। নির্বাহী প্রযোজক পাপ্পু। সঙ্গীত পরিচালনায় সাইদুজ্জামান সুমন ও সোহান যাযাবর। কথা,সুর ও সঙ্গীত করেছেন সোহান যাযাবর ও মিন্টু। আর্ট ডিরেক্টশ আহমেদ সালেকিন, স্থিরচিত্র মোঃ সুলতান মিয়া। সহকারী পরিচালক মো সাজ্জাদুল ইসলাম খান ও রাকিবুল হাসান। দ্যা টাইমস মিডিয়া লিঃ নিবেদিত, জলছবি ফিল্মস ও আদ্রিয়ান ফিল্মস এন্টারটেইনমেন্ট পরিবেশিত ‘দ্যা ক্লে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জুলফিকার জাহেদী ও এম এইচ এম মুবাশশির। প্রকৃতি, পরিবেশ ও সময়ের ব্যবধানের স্রোতে ভেসে গেছে বাংলার কৃষ্টি সংস্কৃতি। ফলে বাংলায় ঢুকে গেছে অপসংস্কৃতি। আগেকার বাঙ্গালী সারা দিন শত খাট-খাটুনির পর ক্লান্ত হয়েও অপেক্ষায় থাকতো একটি সন্ধ্যার জন্যে। কখন হবে সন্ধ্যা। আর কখন শুনবে মাটির গান, জুড়াবে তাদের প্রাণ। এখনকার মানুষ গান শোনার সময় পায়না। শুধু শহর নয় প্রত্যন্তগ্রামাঞ্চলেও ছড়িয়ে যায় বিদেশী টিভি চ্যানেল। আজ কাদা মাটির দেশে প্রবেশ করেছে পোড়া মাটি। এ পোড়া মাটি আজ পুড়ে তৈল করে দিচ্ছে বাঙ্গালীর রক্ত মাংস ‘দ্যা ক্লে’ এমনই একটি জীবন ও বাস্তবতা।
×