ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইভিএফ পদ্ধতির মাধ্যমে মেয়েদের জন্ম দিয়েছি

প্রকাশিত: ০৩:৫৫, ১১ নভেম্বর ২০১৮

আইভিএফ পদ্ধতির মাধ্যমে মেয়েদের জন্ম দিয়েছি

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা একটি স্মৃতিকথা প্রকাশ করেছেন। যাতে তিনি তার বিয়ে ও গর্ভাবস্থার সমস্যার কারণে দুই মেয়েকে কিভাবে গর্ভধারণ করেছেন তা জানিয়েছেন। এবিসি চ্যানেলের গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানের উপস্থাপক রবিন রবার্টসকে তিনি এসব কথা জানান। তার লেখা বিকামিং গ্রন্থের আসন্ন প্রকাশনা নিয়ে তিনি উপস্থিত হন অনুষ্ঠানটিতে। খবর বিবিসির। মিশেল ওবামার লেখা বিকামিং বইতে তিনি জানিয়েছেন, বিয়ের পর তার একবার গর্ভপাত হয়েছে। পরে তিনি ইন-ভিটরো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতির দ্বারা গর্ভধারণ করেন এবং মালিয়া ও শাশার জন্ম দেন। তিনি জানান, ২০ বছর আগে যখন তার একবার গর্ভপাত হয় তারপর থেকে তিনি সন্তান হারানো ও একাকী হয়ে পড়ার কথা এখনও অনুভব করেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ট্রাম্প তার পরিবারের নিরাপত্তা ঝুঁকিতে ফেলছেন। প্রথমবারের মতো ৪২৬ পৃষ্ঠার বইতে তিনি মত দিয়েছেন যে, সন্তান হারানোর পর তিনি ও তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা পরে কাপলস থেরাপি নেন। বইটি মঙ্গলবার প্রকাশিত হবে। প্রকাশনা উপলক্ষে প্রথম আফ্রিকান-আমেরিকান ফার্স্টলেডি লন্ডনসহ দশটি শহর সফর করবেন। সাবেক আইনজীবী ও হাসপাতাল প্রশাসক মিশেল ওবামা বলেন, গর্ভপাতের পর আমি অনুভব করি আমি ব্যর্থ হয়েছি কেননা আমি জানি না সাধারণ গর্ভপাত কিভাবে হয়। আমরা বিষয়টি নিয়ে মায়েদের সঙ্গে কথা বলি না। গর্ভপাত ঘটতে পারে এমন তরুণ মায়েদের সঙ্গে কথা বলা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যখন তার গর্ভপাত হয় তখন তার বয়স ছিল প্রায় ৩৪ বছর। তিনি বুঝতে পারেন যে বায়োলজিক্যাল ক্লক বাস্তবিক সত্য। ডিম্বাণু উৎপাদন সীমিত। যে কারণে তাকে আইভিএফ পদ্ধতি গ্রহণ করতে হয়। নারী হিসেবে আমি মনে করি এটি সবচেয়ে খারাপ একটি বিষয় যা আমরা একে অপরের জন্য কিছু করতে পারি। আমাদের দেহ এবং কিভাবে তা কাজ করে সে সম্পর্কে সত্যতা ভাগাভাগি করি না। সে সময় দম্পতিদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। বিশেষ করে যখন তার স্বামী অঙ্গরাজ্যের আইনসভায় যোগ দেন। তাকে একাকী বাড়িতে রেখে চলে যেতেন। যা তাকে জোর করে আইভিএফ পদ্ধতি গ্রহণ করতে বাধ্য করে। বিয়ে সম্পর্কিত কাউন্সেলিং আমাদেরকে সেই পথ দেখায় যেখানে আমরা আমাদের ভিন্নতা নিয়ে কথা বলতে পারার বিষয়টি শিখি। আমি জানি অনেক তরুণ দম্পতি আছে যারা লড়াই করছে ও মনে করে যে তাদের সঙ্গে কিছু ভুল হচ্ছে। আমি তাদের জানাতে চাই যে মিশেল ও বারাক ওবামা যাদের বিয়ে একটি বিস্ময়কর ঘটনা। তারা একে অপরকে ভালবাসে। আমরা আমাদের বিয়ে নিয়ে কাজ করছি। আমরা আমাদের প্রয়োজন মতো বিয়েতে সহায়তা করি। তিনি বর্ণনা করেন যে, শিকাগোতে এক গ্রীষ্মের রাতে তিনি ওবামার প্রেমে পড়েন। খুব দ্রুতই তিনি বুঝতে পারেন যে ওবামার প্রতি তার অনুরাগ রয়েছে। অনুরাগ বাড়তে বাড়তে তা এক সময় বিস্ফোরিত হয়। পরে পরিপূর্ণতা ও বিস্ময় জাগে। বিকামিং গ্রন্থে মিশেল ওবামা জানান, তিনি মার্কিন গণমাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা নিয়ে যে তত্ত্ব দিচ্ছেন সেজন্য তাকে কখনই ক্ষমা করতে পারবেন না। পুরো বিষয়টিই উন্মাদনা ও অনর্থক। যার কোন অন্তর্নিহিত অর্থ নেই। খুব জোরালোভাবে বিদেশাতঙ্কে ভরা। ট্রাম্প তার বেপরোয়া ব্যঙ্গোক্তির মাধ্যমে আমার পরিবারের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছেন। এজন্য আমি তাকে কখনই ক্ষমা করতে পারব না। তিনি সবসময় চেষ্টা করেছেন ট্রাম্পের বিজয়কে রুদ্ধ করতে। প্যারিসের উদ্দেশে যাত্রাকালে হোয়াইট হাউসে ট্রাম্প তার বক্তব্যে মিশেল ওবামার গ্রন্থের উদ্ধৃতি দিয়ে বলেন, বইটি লিখতে মিশেল ওবামা অনেক অর্থ নিয়েছেন। তারা সবসময় আপনাকে উৎসাহিত করবে বিতর্ক সৃষ্টি করার জন্য। আমি তাকে কিছু ফিরিয়ে দেব। ট্রাম্প ওবামার সমালোচনা করে বলেন, মার্কিন সামরিক বাহিনীর জন্য তিনি যা করেছেন তার জন্য আমি কখনই তাকে ক্ষমা করব না। তিনি অনুদান যথাযথভাবে ব্যবহার করেননি। তিনি আমাদের সেনাবাহিনীর জন্য যা করেছেন তাতে আমাদের দেশকে খুব অনিরাপদ করেছেন।
×