ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘৩৬০ ডিগ্রী’ ঘুরে বোলিং!

প্রকাশিত: ০৭:১৫, ১০ নভেম্বর ২০১৮

 ‘৩৬০ ডিগ্রী’ ঘুরে বোলিং!

স্পোর্টস রিপোর্টার ॥ উইকেটের চারিদিকে বাহারি সব শট খেলতে পারদর্শিতার জন্য এবি ডি ভিলিয়ার্সকে বলা হয় ‘৩৬০ ডিগ্রী’ ব্যাটসম্যান। পল এ্যাডামস থেকে লাসিথ মালিঙ্গা, কিংবা হালের জাসপ্রিত বুমরাহÑ বিচিত্র এ্যাকশন নিয়ে আবির্ভূত হলেও বোলারের ‘৩৬০ ডিগ্রী’ ঘুরে বল করা? অভাবনীয় এমনটাই করেছেন ভারতের শিবা সিং। উত্তর প্রদেশের এই স্পিনার বল ডেলিভারির আগে চক্রাকারে অনেকটা চরকির মতো ঘুরতে থাকেন। আগমন বার্তাতেই অবশ্য বিতর্কের জালে বন্দী হয়ে গেছেন শিবা। ‘ডেড বল’ ডেকে তার বোলিং এ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছেন আম্পায়াররা। অনুর্ধ-২৩ রাজ্য দলগুলো নিয়ে ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সি কে নাইডু টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্টেরই একটা ম্যাচে মুখোমুখি হয়েছিল উত্তর প্রদেশ ও বেঙ্গল। এই ম্যাচেই শিবা সিং ‘৩৬০ ডিগ্রী’ ঘুরে বোলিং করে অবাক করে দেন সবাইকে। মাঠের আম্পায়ার সঙ্গে সঙ্গেই ‘ডেড বল’ ডাকেন। আম্পায়ারদের সঙ্গে উত্তর প্রদেশের ক্রিকেটারদের বাক-বিত াও হয়। বেশ খানিকটা সময় বন্ধও থাকে খেলা। পরে আম্পায়াররা উত্তর প্রদেশের অধিনায়ককে স্পষ্ট করে জানিয়ে দেন, আবারও এই এ্যাকশনে বোলিং করা হলে ‘ডেড বল’ ডাকা হবে। ভারত তো বটেই, বিশ্ব গণমাধ্যমেই বিষয়টি ব্যাপক সাড়া ফেলেছে।
×