ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাটিংয়ে সেরা সাদমান, বোলিংয়ে নাইম

প্রকাশিত: ০৭:১৪, ১০ নভেম্বর ২০১৮

 ব্যাটিংয়ে সেরা সাদমান, বোলিংয়ে নাইম

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শেষ হয়েছে। এবারের আসরে বরাবরের মতোই ব্যাট হাতে দুর্বার ছিলেন অভিজ্ঞ তুষার ইমরান। তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তবে শেষদিকে এসে কিছুটা ব্যর্থতা ছিল। এছাড়া টেস্ট দলে উপেক্ষিত সৌম্য সরকারও দারুণ একটি আসর শেষ করেছেন এবার। তবে এ দু’জনকে পেছনে ফেলে সেরা ব্যাটসম্যান হয়েছেন সাদমান ইসলাম অনিক। ঢাকা মেট্রোপলিসের এ ওপেনিং ব্যাটসম্যান ৬৪.৮০ গড়ে ৬৪৮ রান করে সবার ওপরে। আর বোলিংয়ে শীর্ষে থেকে শেষ করেছেন চট্টগ্রাম বিভাগের ডানহাতি অফস্পিনার নাইম হাসান। চট্টগ্রামের এই ১৭ বছর বয়সী বোলার ৯ ইনিংসে নেন ২৮ উইকেট। গত ফেব্রুয়ারিতে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেলেও অভিষেক হয়নি এ কিশোরের। এরপর আর তাকে দলেই নেয়া হয়নি। তবে এবার এনসিএলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আরেকবার নজর কাড়লেন। বোলিং নৈপুণ্যে এবার তার সঙ্গে লড়াই করতে পারেননি আর কেউ। তার চেয়ে পাঁচ উইকেট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ঢাকা মেট্রোর বাঁহাতি স্পিনার আরাফাত সানি। শীর্ষে থাকা পাঁচ বোলারের চারজনই স্পিনার। দু’জন বাঁহাতি এবং দু’জন ডানহাতি অফ স্পিনার। আসরে দু’বার করে ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন নাঈম হাসান, মনির হোসেন, এনামুল হক জুনিয়র ও খালেদ আহমেদ।
×