ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শুধু সরকারের নির্দেশে ইসি তফসিল ঘোষণা করেছে ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৫২, ১০ নভেম্বর ২০১৮

 শুধু সরকারের নির্দেশে ইসি তফসিল  ঘোষণা  করেছে ॥  রিজভী

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে শুধু সরকারের নির্দেশে নির্বাচন কমিশন (ইসি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, সরকারের প্রতিহিংসায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জীবন চরম নিরাপত্তাহীন। তার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের ছাড়পত্র ছাড়াই তাকে কারাগারে নেয়া হয়েছে। অবিলম্বে বিএনপি চেয়ারপার্সনের মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। রিজভী বলেন, একতরফা নির্বাচন করতে খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে জোরপূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে। কী অদ্ভুত ব্যাপার! খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের ছাড়পত্রের প্রয়োজন পড়েনি। ছাড়পত্রে জোরপূর্বক স্বাক্ষর করানো হয়েছে একজন শিক্ষার্থী চিকিৎসক দিয়ে। এমনকি খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগরে নেয়া হয়েছে, তার মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তা জানেনও না। খালেদা জিয়ার ওপর নানামুখী চাপেরই এটি একটি অংশ। রিজভী বলেন, সব বিরোধী দলের দাবি ছিল মাঠ সমতল এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে তফসিল ঘোষণা। এমনকি পর্যাপ্ত সময়ও রয়েছে কমিশনের হাতে। রাজনৈতিক দলগুলোর অনুরোধে নির্বাচনের পিছিয়ে দিলে আইনের কোন ব্যত্যয় ঘটত না। তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কিছুই নেই। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেফতার অব্যাহত রয়েছে। পুলিশী তল্লাশির নামে বাড়িতে বাড়িতে তান্ডব চালাচ্ছে। চারদিকে শুধু আতঙ্ক আর ভয়। রিজভী বলেন, নিম্ন আদালত সরকারের আজ্ঞাবাহী হওয়ার কারণে সারাদেশে লাখ লাখ নেতাকর্মীকে প্রতিদিন হয় কোর্টের বারান্দায়, না হয় কারাগারে থাকতে হচ্ছে। সরকার খালেদা ভীতিতে ভুগছে- নজরুল ॥ সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভীতিতে ভুগছে বলে অভিযোগ করেছেন দিলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাগপা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
×