ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১৪ দলীয় জোটে যুক্ত হতে চায় কৃষক শ্রমিক পার্টি

প্রকাশিত: ০৫:৫০, ১০ নভেম্বর ২০১৮

 ১৪ দলীয় জোটে যুক্ত হতে চায় কৃষক শ্রমিক পার্টি

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বোধীন ১৪ দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচন করতে চায় বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি। শুক্রবার রাজধানীর মালিবাগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পার্টির মহাসচিব ফোরকান আলী হাওলাদার। তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা মূল ধারার রাজনৈতিক দল। আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে থাকব। স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে সব সময় রাজপথে ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকব। কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সঙ্গে আমাদের কথা হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আমরা ১৪ দলে যুক্ত হব। সম্মেলনে কৃষক শ্রমিক পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনহাজউদ্দিন এম. কামাল বলেন, মোহাম্মদ নাসিমের সঙ্গে গত কয়েক বছর ধরে আমাদের যোগাযোগ রয়েছে। তিনি আমাদের বিভিন্ন সময় দিক নির্দেশনা দিয়েছেন। গত ৭ নবেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপেও আমি বিষয়টি তুলেছি। আমরা চাচ্ছি ১৪ দলের সঙ্গে আমাদের দল যুক্ত হয়ে ১৫ দল হিসেবে আমরা নির্বাচন করব। তিনি বলেন, আমরা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি।
×