ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনা দেশে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছেন ॥ মুজিবুল হক

প্রকাশিত: ০৫:৪৯, ১০ নভেম্বর ২০১৮

 শেখ হাসিনা দেশে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছেন ॥ মুজিবুল হক

স্টাফ রিপোর্টার ॥ রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে জাতি-ধর্ম নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অনেক আগেই সাম্প্রদায়িক, জঙ্গী ও স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে। এজন্য তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন অসম্প্রদায়িক চেতনার এবং স্বাধীনতা স্বপক্ষের শক্তিকেই আসন্ন জাতীয় নির্বাচনেও বিজয় মুকুট পরাবে দেশের শান্তিপ্রিয় মানুষ। শুক্রবার রাজধানীর বনানী হাইস্কুল প্রাঙ্গণে ঢাকাবাসী গারো সম্প্রদায় আয়োজিত দিনব্যাপী ‘ঢাকা ওয়ানগালা- ২০১৮’ উদযাপনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা ওয়ানগালার নকমা সাইলেন রিছিল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জুয়েল আরেং এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ ওয়াকিল উদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ জাকির হোসেন বাবুল, গারো ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন পরিষদের সভাপতি মুকুল চিছাম ও সেক্রেটারি সুমন রিছিল, সাবেক সভাপতি হিলারী হাউই, সাবেক সেক্রেটারি বাঁধন চিরান, দৈনিক জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল মানখিন, ভারতের ত্রিপুরা রাজ্যের গারোদের প্রতিনিধি দীপক মারাক প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন সার্বিক তত্ত্বাবধানকারী গিলবার্ট নির্মল বিশ্বাস। রেলমন্ত্রী মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন সেক্টরে উন্নয়ন ঘটাচ্ছে বাংলাদেশ, বিশেষ করে স্বাস্থ্য সেক্টরের উন্নয়ন ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। বিশ্ব ব্যাংকসহ বিশ্বের অনেক বুদ্ধিজীবী বাংলাদেশের এগিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দিকে ধাবিত।
×