ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চক্রের পাঁচ হোতা গ্রেফতার

ডাইনিং টেবিলের পায়ায়, ভুট্টার বস্তায় আসছে ইয়াবা

প্রকাশিত: ০৫:৪৮, ১০ নভেম্বর ২০১৮

 ডাইনিং টেবিলের পায়ায়, ভুট্টার বস্তায় আসছে ইয়াবা

স্টাফ রিপোর্টার ॥ এবার ইয়াবা পাচারের নতুন কৌশল। কেউ ডাইনিং টেবিলের পায়ায় খোদাই করে ইয়াবা লুকিয়ে আনছে। আবার কেউ ভুট্টা ভর্তি চটের বস্তা করে মাদক আনছে। বৃহস্পতিবার গভীররাতে এ রকমই একটি মাদক চক্রের পাঁচ হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, বৃহস্পতিবার গভীররাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে ডাইনিং টেবিলের পায়ায় খোদাই করে পলিথিন মুড়িয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রাখার একটি ইয়াবা পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, বেলাল দারিয়া (২৬), আলমগীর হোসেন (২৩) ও মাহবুব হওলাদার (২৪)। বৃহস্পতিবার গভীররাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে থেকে তাদের গ্রেফতার পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে ইয়াবা লুকিয়ে রাখার এই নয়া কৌশল। র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, মোহাম্মদপুর টাউন হলের সামনে ইয়াবার চালান ক্রয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদ পেয়ে টাউন হলের সামনে অভিযান চালায় র‌্যাব-২ এর মাদকবিরোধী একটি টিম। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বেলাল, আলমগীর হোসেন ও মাহবুব হাওলাদার নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করে। তবে ব্যাপক জিজ্ঞাসাবাদে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ইয়াবা চালানের কথা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্যর ভিত্তিতে ডাইনিং টেবিলের কাঠের পায়ার ভেতরে খোদাই করে বিশেষ কায়দায় কালো স্কচটেপ মোড়ানো পলিথিনে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, বর্তমানে যুবকদের মধ্যে ইয়াবার ব্যাপক চাহিদা থাকায় চড়া দামে বিক্রির উদ্দেশে তারা কক্সবাজার, চট্টগ্রাম ও টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন কৌশল ব্যবহার করে ইয়াবা রাজধানীসহ বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। নতুন পদ্ধতিতে এ পর্যন্ত বেশ কয়েকটি ইয়াবার চালান সরবরাহ করেছে তারা। তিনি জানান, শুক্রবার গ্রেফতারকৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ভবিষ্যতেও তাদের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সাইফুল মালিক জানান। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে ভুট্টার ভর্তি বস্তার ভেতর থেকে ৪৮৬ বোতল ফেনসিডিলসহ আতাউর রহমান (২২) ও পলাশকে (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার গভীররাতে র‌্যাব-২ এর একটি দল তেজগাঁও থানাধীন শাহীনবাগ ফ্যালকন টাওয়ার সংলগ্ন গলি থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, রাজশাহী সীমান্ত থেকে ট্রাকে করে মাদকদ্রব্যের একটি চালান রাজধানীতে আনা হচ্ছে, এমন সংবাদ পান। সে সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল তেজগাঁও এলাকায় অবস্থান নেয়। রাত ১২টার দিকে শাহীনবাগ ফ্যালকন টাওয়ারের গলির মাথায় ফেনসিডিলবাহী ট্রাকটিকে থামার সঙ্কেত দিলে আতাউর ও পলাশ ট্রাক রেখে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের গাড়িতে থাকা ভুট্টার ভর্তি বস্তা ও প্লাস্টিক বস্তার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে শুক্রবার সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৬ জন গ্রেফতার ॥ রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। মহানগর পুলিশের উপ-কমিশনার মোঃ মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পর দুই হাজার ৩৫টি ইয়াবা, এক হাজার ৩৯০ পুরিয়া হেরোইন ও কিছু গাঁজা উদ্ধার করে। ডিসি মাসুদুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।
×