ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত: ০৫:৪৫, ১০ নভেম্বর ২০১৮

 নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ ছেলের হাতে ফজলুল করীম (৫৫) নামে এক বাবা খুন হয়েছেন। শুক্রবার সকালে শহরের চৌয়ালা মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত নিহতের ছেলে মাসুম মিয়াকে (২৮) গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। জানা যায়, দীর্ঘদিন যাবত ফজলুল করীম চৌয়ালা মার্কেটে মুদি মালের ব্যবসা করতো। আর তা দিয়েই ফজলুল করীম তিন ছেলে ও তিন মেয়েকে নিয়ে তার সংসার চালাতেন। কিন্তু গত প্রায় ৬ বছর আগে নিহতের প্রথম স্ত্রী মারা গেলে তিনি আবার বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী নিয়ে ভালভাবেই চলছিল তার সংসার। কিন্তু তাতে বাধা দেয় নিহতের ছেলে মাসুম মিয়া। মাসুম চাইতো তার বাবা ফজলুল করীম যেন সম্পদের ভাগ বাটোয়ারা করে দেন। কিন্তু ফজলুর করীম তা করতে চাননি। এই নিয়ে মাসুম প্রায়ই তার সৎমায়ের উপর নির্যাতন করতেন। তার নির্যাতনের মাত্রা সইতে না পেরে ফজলুল করীম তার দ্বিতীয় স্ত্রীকে প্রায় ৭ মাস তার বাবার বাড়িতে রাখেন। তার মেয়ের জামাই বিদেশ থেকে আসার কথা ছিল শুক্রবার দুপুরে। তাই তিনি সকালে বাড়িতে যান মেয়ের জামাইকে আনার জন্য। কিন্তু তার আর যাওয়া হলো না। তিনি যখন বাড়ি থেকে বের হয়ে অটোরিক্সায় উঠবেন ঠিক তখনই তার পাষ- ছেলে মাসুম পেছন থেকে শাবল দিয়ে তার ঘাড়ে কোপ দেয়। আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী স্বপ্না আক্তার বলেন, আমি বিয়ের পর থেকে মাসুমের কারণে একদিনের জন্য শান্তিতে সংসার করতে পারিনি। সে সব সময়ই সম্পদের জন্য আমার স্বামীকে চাপে রাখত। হবিগঞ্জে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, মাধবপুর উপজেলার কমলপুরে লাকী আক্তার (২৭) নামে এক মালেয়েশিয়া প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে লাকী নিজেই তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন দাবি শ্বশুরবাড়ির লোকজন করলেও পুলিশী উপস্থিতিতে সংশ্লিষ্ট মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল না। অপরদিকে নিহত লাকীর পরিবারের দাবি, প্রতিনিয়ত মানসিক ও শারীরিক নির্যাতনের অংশ হিসেবেই এদিন শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেও এখন তা ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যেই এমন নাটক সাজানোর চেষ্টায় লিপ্ত হয়েছে তারা।
×