ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শহীদ টিটো দিবস আজ ॥ কিশোরগঞ্জে নানা কর্মসূচী

প্রকাশিত: ০৫:৪২, ১০ নভেম্বর ২০১৮

 শহীদ টিটো দিবস  আজ ॥ কিশোরগঞ্জে নানা কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৯ নবেম্বর ॥ ১৯৮৭ সাল স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকায় নূর হোসেনের সঙ্গে শহীদ হয়েছিলেন কিশোরগঞ্জের তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা সৈয়দ আমিনুল হুদা টিটো। নূর হোসেনের মরদেহ পাওয়া গেলেও তখন টিটোর মরদেহটি গুম করে ফেলা হয়েছিল। সেই থেকে নানা আয়োজনে কিশোরগঞ্জে ছাত্র ইউনিয়ন ও শহীদ টিটো স্মৃতি পাঠাগারের উদ্যোগে দিবসের কর্মসূচী পালন করে আসছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা সিপিবি কার্যালয়ের সামনে টিটোর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। সিপিবি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গণতন্ত্রী পার্টিসহ বিভিন্ন সংগঠন এতে অংশগ্রহণ করবে। বিকেলে শহরের সমবায় ভবনে শহীদ টিটো স্মৃতি পাঠাগারের উদ্যোগে টিটো’র কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
×