ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যশোরে মাইকে ঘোষণা দিয়ে ৩ পুলিশকে গণপিটুনি

প্রকাশিত: ০৫:৪১, ১০ নভেম্বর ২০১৮

  যশোরে মাইকে ঘোষণা দিয়ে  ৩ পুলিশকে   গণপিটুনি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছা উপজেলায় ডিবি পুলিশের তিন কনস্টেবলকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাটিকুমড়া গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার আহতরা হলেন কনস্টেবল মুরাদ হোসেন, শিমুল হোসেন ও মামুন আলী। এসময় প্রাইভেটকার চালক শাওনকে মারধর করে গ্রামবাসী। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ওই গ্রাম থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বর ফারুকসহ ৩৭ জনেকে আটক করেছে। এর মধ্যে ফারুকের পা ভেঙ্গে দিয়েছে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়ছে। গ্রামবাসী জানায়, গত এক বছরের ধরে ওই গ্রামে সন্ত্রাসী জহুরুল, হাফুসহ কয়েক যুবক মাদক বিক্রি করে আসছে। প্রায়ই ডিবি পুলিশ পরিচয়ে তাদের কাছে পুলিশ যায়। পুলিশের সঙ্গে তাদের ভাল সর্ম্পক থাকার কারণে নিরীহ মানুষের বাড়িতে মাদক রেখে ডিপুলিশ দিয়ে আটকের ভয় দেখিয়ে হয়রানি করে। কয়েকদিন ধরে এলাকায় ডাকাতি হচ্ছে। ফলে গ্রামবাসী রাত জেগে পাহারার ব্যবস্থা করে। গ্রামবাসী দাবি করেন বৃহস্পতিবার রাতে সাদা পোশাকের কয়েক জন যুবক ওই গ্রামে জহুরুলের বাড়িতে যায় এবং মাদকের আসর জমায়। ডাকাত ভেবে গ্রামবাসী জহুরুলের বাড়ি ঘেরাও করে। এ সময় বাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়। গ্রামবাসী ডাকাত মনে করে তাদের ধরে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝিকরগাছা থানা পু। গ্রামবাসী দাবি করেন পুলিশ জহুরুলের ঘর থেকে ইয়াবা, ফেনসিডিলসহ বিপুল পরিমান মাদক উদ্ধার করে। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে যশোর আড়াই শ’ শয্যা হাসপাতালে ভর্তি করে।
×