ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউফলে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

প্রকাশিত: ০৫:৪১, ১০ নভেম্বর ২০১৮

 বাউফলে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে  পাঠদান

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৯ নবেম্বর ॥ বাউফল উপজেলার ৮৪নং কালাইয়া বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের সামনের একটি অংশ ধসে পড়েছে। সংশ্লিষ্ট দফতর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলে ও শ্রেণীকক্ষের অভাবে ওই ভবনেই শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। জানা গেছে, ১৮৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হলে বিদ্যালয়ের পাশেই ১৯৭২ সালে সরকার একটি সাইক্লোন শেল্টার নির্মাণ করে। এরপর থেকে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ওই ভবনেই স্থানান্তর করা হয়। দীর্ঘ বছরের পুরনো ভবনটি বর্তমানে বেহাল অবস্থা। ভবনের ১৭টি পিলারের প্রায় সব গুলোর বিভিন্ন অংশে ভেঙ্গে রড বের হয়ে গেছে। ভবনের বিভিন্ন কক্ষে ফাটল দেখা দিয়েছে। শ্রেণীকক্ষের অভাবে প্রাণের ঝুঁকি নিয়ে ওই ভবনে পাঠদান চলে আসছিল। বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাইজু বেগম বলেন, রবিবার দুপুর একটার দিকে ভবনের তৃতীয় তলার দুই কক্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পাঠদান চলছিল। এমন সময় ওই তালার সামনের একটি বড় অংশ ধসে পড়ে। ধসের শব্দে শিক্ষার্থীরা ভয়ে চিৎকার দিয়ে কেউ কেউ জ্ঞান হারিয়ে কেউ বা ভয়ে ডাক চিৎকার দিয়ে অসুস্থ হয়ে পড়ে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় অভিভাবকরা ছুটে আসেন।
×