ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে বোমা তৈরির সরঞ্জামসহ তিন জেএমবি গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩৮, ১০ নভেম্বর ২০১৮

  দিনাজপুরে বোমা তৈরির সরঞ্জামসহ তিন জেএমবি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রসহ তিন জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। তারা সকলেই ঢাকার গুলশানে হলি আর্টিজানসহ বিভিন্ন জঙ্গী হামলার আসামি। কোতয়ালি থানার ওসি (অপারেশন) বজলুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত পৌনে ১টায় দিনাজপুর শহরের রাজবাটি সুখসাগরের পূর্বপাড়া থেকে তাদের আটক করে। এ বিষয়ে ওসি বজলুর রশীদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার দুপুরে তাদের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ^জিত ম-লের আদালতে পাঠানো হয়। শুক্রবার দুপুর ১২টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, আটককৃতরা হলো দিনাজপুর জেলার খানসামা উপজেলার পূর্ব বাসুলিয়া গ্রামের আব্বাস আলী, কাহারোল উপজেলার বলেয়া পূর্বপাড়া এলাকার আবদুর রহমান ওরফে পিন্টু ও নীলফামারী সদর উপজেলার কিত্তনিয়া পাড়া এলাকার আবদুর রহমান ওরফে বাবু। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড রাইফেলের গুলি, বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক ও জিহাদি কর্মসূচী সংক্রান্ত লিফলেট উদ্ধার করা হয়। দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার রাজবাটী সুখসাগর দিঘীর পূর্বপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ।
×