ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটন

বাগেরহাটে ৪ শ্রমিক নিহত

প্রকাশিত: ০৫:৩৮, ১০ নভেম্বর ২০১৮

বাগেরহাটে ৪ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে বাস-নসিমন সংঘর্ষে চার নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। দ্রুতগামী বাস পেছন থেকে যাত্রীবাহী একটি নসিমনকে ধাক্কা দিলে রুবেল (২৮), জাহাঙ্গীর (৩৫), রানা (২২) ও মঞ্জুর হাওলাদার (৬৫) নামে চার ব্যক্তি নিহত হন। এসময় অন্তত আটজন আহত হন। বৃহস্পতিবার রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রুবেল ঘটনা স্থলে এবং বাকি তিন জন হাসপাতালে নেয়ার পর শুক্রবার ভোরের দিকে মারা যান। রুবেল মোল্লাহাট উপজেলার চরকান্তি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় ইমারত নির্মাণ শ্রমিক ছিলেন। অপর তিন জনের বাড়ি মোল্লাহাট উপজেলা বলে জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট ফায়ায় সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন নামে একটি যাত্রীবাহী বাস একটি নসিমনকে ধাক্কা দিলে নসিমনে থাকা যাত্রীরা হতাহত হন। এদের অধিকাংশই শ্রমিক। তারা গোপালগঞ্জের কোটালিপাড়ায় ইমারত নির্মাণের কাজ শেষে নসিমন যোগে বাড়ি ফিরছিলেন। বরিশালে শিক্ষিকা ও ছাত্র স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় বরিশাল-স্বরূপকাঠী সড়কের কাজলাহার বেইলী ব্রিজ নামক এলাকায় বৃহস্পতিবার রাতে আল আমিন (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুলের নবম শ্রেণির ছাত্র ও স্থানীয় পৌরসভার গাড়ি চালক ইমরান হোসেন সবুরের পুত্র। ওইদিন দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় প্রধানশিক্ষকের মোটরসাইকেল থেকে সিটকে পরে মুন্নুজান বেগম (৪৫) নামের এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। নিহত মুন্নুজান বেগম উজিরপুরের মুন্ডুপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও বরিশাল নগরীর বিএম কলেজ সংলগ্ন তালভিটা এলাকার বাসিন্দা আলতাফ হোসেনের স্ত্রী। স্কুল ছুটি শেষে একই বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ মনিরুজ্জামানের মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন মুন্নুজান। পথিমধ্যে মোটরসাইকেল থেকে সে ছিটকে পরে ঘটনাস্থলেই নিহত হন। শরীয়তপুরে দম্পতি নিজস্ব সংবাদদাতা শরীয়তপুর থেকে জানান, শুক্রবার সকালে শরীয়তপুর-মাদারীপুর সড়কের সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশিপুর মোড়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। নিহতের নাম মিঠুন চন্দ্র মন্ডল, তার স্ত্রীর নাম নন্দী রানী। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে। পুলিশ মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সকালে নিহত মিঠুন চন্দ্র মন্ডল তার স্ত্রী নন্দী রানীকে নিয়ে মোটরসাইকেলযোগে শ^শুর বাড়ি বরিশালের আগৈলঝরায় যাওয়ার পথে কাশিপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় দু’জন। টাঙ্গাইলে তিন যাত্রী নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত অটোরিক্সা চালক ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলিশা গ্রামের মৃত আক্তার আলীর ছেলে ছবুর মিয়া (৩৫)। অন্য দু’জনের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ওসি মোশারফ হোসেন বলেন, একটি সিএনজি চালিত অটোরিকশা কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে ঢাকা ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি গাড়ি অটোরিক্সকে পিছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হয়। আহত হয় সিএনজির আরো দু’জন যাত্রী। পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিংসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তাদেরও মৃত্য হয়। পঞ্চগড়ে জেএসসি পরীক্ষার্থী নিহত স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, দেবীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় সোহেল রানা নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় দুই পরীক্ষার্থীসহ আরও তিন জন আহত হন। শুক্রবার সকালে পঞ্চগড়-দেবীগঞ্জ মহা সড়কের বাবুরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দেবীগঞ্জের বেলুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থী সোহেল রানা তার দুই সহপাঠি ইউনুস আলী, হামিদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে জেএসসি পরীক্ষায় অংশ নিতে দেবীগঞ্জ উপজেলা সদরের জেএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সোহেল রানা, তার দুই সহপাঠিসহ ইজিবাইক চালক গুরুতর আহত হন। আহতদের দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পওে আশঙ্কাজনক অবস্থায় সোহেলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে সে মারা যায়। মাগুরায় গৃহবধু নিজস্ব সংবাদদাতা মাাগুরা থেকে জানান, বৃহস্পতিবার রাতে মাগুরায় সড়ক দুর্ঘটনায় আলেয়া বেগম (৪২) নামে এক গৃহবধু নিহত এবং অপর পিকুল হোসেন (৪৭) ও আল আমিন হোসেন (১৮) নামে দু’জন আহত হয়েছে । হতাহতদের বাড়ি মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামে। জানাগেছে , মাগুরা-নড়াইল সড়কের মাগুরা সদর উপজেলার মান্দারতলা গ্রামে ব্যাটারী চালিত রিক্সা চালিয়ে পিকুল হোসেন মাগুরা সদরের শত্রুজিৎপুর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মান্দারতলা এলাকায় পৌছালে একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী রিক্সাটিকে পেছন থেকে ধাক্কা দিলে ব্যাটারী চালিত রিক্সা চালক পিকুল রিক্সা আরোহী তার স্ত্রী আলেয়া, ছেলে আল আমিন রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক গৃহবধূ আলেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। আহত পিকুল ও আল অমিনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । ফরিদপুরে ট্রাক চালক নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ফরিদপুরে সিমেন্ট ভর্তি একটি ট্রাক খাদে পড়ে গেলে নিহত হন ওই ট্রাকের চালক শামসুল আলম (৪২)। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফরিদপুর শহরের অম্বিকাপুর মহল্লা এলাকায় কবি জসীমউদ্দীন সড়কে এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম খুলনার তেরখাদা উপজেলার কদমতলা গ্রামের খোকা আলমের ছেলে। ওই ট্রাকের হেলপার হান্নান মোল্লা জানান, সিমেন্ট ভর্তি এই ট্রাকটি বসুন্ধরা গ্রুপের সিমেন্ট নিয়ে মোংলা থেকে ফরিদপুর শহরের অম্বিকাপুর মহল্লার ট্রেনের সিলাপ নির্মানকারী প্রতিষ্ঠান মীর আক্তার হোসেনের প্রতিষ্ঠানে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
×