ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফগান সমস্যা সমাধানে চার দেশ সফরে মার্কিন বিশেষ দূত

প্রকাশিত: ০৫:৩৫, ১০ নভেম্বর ২০১৮

 আফগান সমস্যা সমাধানে চার দেশ সফরে মার্কিন বিশেষ দূত

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শান্তি বিষয়ক বিশেষ দূত জালমে খলিলজাদ আফগানিস্তান, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর শুরু করেছেন। আফগান তালেবানের সঙ্গে শান্তি আলোচনার জন্য তাড়া দিতে তিনি বৃহস্পতিবার থেকে সফর শুরু করেন। মার্কিন পররাষ্ট্র দফতর এ কথা বলেছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। খলিলজাদ আফগানিস্তানে ১৭ বছরের যুদ্ধ অবসানের উপায় বের করার অংশ হিসেবে গত মাসে কাতারে তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেন বলে এ জঙ্গী গ্রুপ জানিয়েছে। ২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর কাছে পরাজিত হয়ে তালেবান ক্ষমতা হারায়। বিশেষ প্রতিনিধি খলিলজাদ অক্টোবরে এ অঞ্চলে তার গত সফরে আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেন। তিনি তখন একটি কর্তৃত্বমূলক আলোচক টিম সংগঠিত করার চেষ্টা করেন এবং দু’পক্ষই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে সে লক্ষ্যে উৎসাহ দেন। পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এ কথা বলেছে। যুক্তরাষ্ট্র আফগান সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। খলিলজাদের অক্টোবরের সফরের সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জোর দিয়ে বলেছেন, আফগান সঙ্ঘাত অবসানে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছতে দেশটি এর ভূমিকা রাখতে আগ্রহী। তিনি বলেন, ইসলামাবাদে পররাষ্ট্র দফতরে আফগান সমঝোতা প্রক্রিয়া নিয়ে দু’পক্ষের মধ্যে প্রতিনিধি পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হয়। গত মাসের আলোচনার পর এক সিনিয়র তালেবান কর্মকর্তা বলেছেন, খলিলজাদ আফগানিস্তানে ৬ মাসের অস্ত্র বিরতির জন্য কাতারের রাজধানী দোহাভিত্তিক তালেবান নেতৃত্বের প্রতি আহ্বান জানান। তালেবান এর বিনিময়ে কারাগার থেকে তালেবান যোদ্ধাদের মুক্তি এবং আফগান সৈন্যদের সঙ্গে যুদ্ধরত বিদেশী বাহিনীর দ্রুত প্রত্যাহার চেয়েছে আফগান সরকারের কাছে। কাবুলে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে তালেবানের সঙ্গে খলিলজাদের বৈঠক বিষয়ে কোন নিশ্চয়তা প্রকাশ করেনি।
×