ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াবে পাকিস্তান

প্রকাশিত: ০৫:৩৫, ১০ নভেম্বর ২০১৮

 ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াবে পাকিস্তান

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্যিক লেনদেন বাড়াবে ইসলামাবাদ। খবর ওয়েবসাইট। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি পাকিস্তানের সমর্থন রয়েছে। আমেরিকা নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পরও পাকিস্তান সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা অব্যাহত রাখবে। মোহাম্মাদ ফয়সাল বলেন, পাকিস্তান ও ইরানের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির মধ্যে অনেক মিল রয়েছে।
×