ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে আলো ফেরানোর বিপ্লব

প্রকাশিত: ০৫:২১, ১০ নভেম্বর ২০১৮

 বরিশালে আলো ফেরানোর বিপ্লব

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ দৃষ্টিহীনদের চোখের আলো ফেরাতে এ যেন এক নীরব বিপ্লব। বরিশাল নগরীসহ সদর উপজেলার অজপাড়াগাঁওয়ের যেখানেই দৃষ্টিশক্তি হারানো ব্যক্তি রয়েছে সেখানেই চলছে বিনামূল্যে সেবা। গত পাঁচ মাসে এমন প্রায় ২৭ হাজার রোগীকে চোখের চিকিৎসা দিয়েছে বরিশালের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ইতোমধ্যে চোখের ছানি অপারেশনে দৃষ্টি ফিরে পেয়েছে প্রায় সাড়ে তিন হাজার সুবিধাবঞ্চিত অসচ্ছল মানুষ। ‘এসআর সমাজকল্যাণ সংস্থা’ নামক স্বেচ্ছাসেবী এ সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সালাহউদ্দিন রিপনের প্রত্যাশা, বরিশাল সদরে দৃষ্টিহীন থাকবে না কোন অসহায় মানুষ। ফলে গ্রামগঞ্জে চোখের আলো হারানো অসচ্ছলদের আলো ফেরাতে এখন নীরব বিপ্লব চলছে। নগরীসহ গোটা সদর উপজেলার ১০ ইউনিয়নের পাঁচ মাসে নীরবে এ বিপ্লব ঘটেছে। এসআর সমাজকল্যাণ সংস্থা নামের ওই স্বেচ্ছাসেবী সংগঠন পাঁচ মাস পূর্বে অসচ্ছল নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়ার উদ্যোগ গ্রহণ করে। এজন্য নগরীর প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে কাজ করছেন তাদের এক ঝাঁক স্বেচ্ছাসেবী। কীর্তনখোলা নদীর পূর্বপ্রান্তে সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন। অতিসম্প্রতি ওই ইউনিয়নের বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ে এসআর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে দুই হাজার ৭৮ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে ২৭৮ জনের ছানি শনাক্ত করে ইতোমধ্যে শতাধিক রোগীর সফল অপারেশন সম্পন্ন হয়েছে। এছাড়া চোখের নেত্রনালী শনাক্ত হওয়া ৪২ জনের মধ্যে ২৫ জনের সফল অস্ত্রোপাচার করা হয়েছে। অন্যদের চশমা ও ওষুধ প্রদান করা হয়। লেন্স সংযোজনের মাধ্যমে সফল ছানি অপারেশন হওয়া চরমোনাই গ্রামের ৮২ বছরের বৃদ্ধ ফাতেমা বেগম জানান, অনেক আগেই তিনি দেখতে পারতেন না। অর্থসঙ্কটে চিকিৎসার অভাবে অনেক কষ্ট হয়েছে। জীবনের শেষ বয়সে এখন তিনি চোখ দিয়ে দেখতে পারছেন স্বজনদের। চরমোনাইয়ের মখরম গ্রামের ৬৮ বছরের শ্রমজীবী মকবুল হোসেন বলেন, জীবনে কোনদিন কল্পনাও করেননি আবার চোখে দেখতে পাব গ্রামের মানুষদের। যিনি এমন মহতি উদ্যোগ নিয়েছেন তিনি সমাজ পাল্টে দিয়ে মানুষের মন জয় করতে পারবেন। এসআর সমাজকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম স্বপন বলেন, গত পাঁচ মাস পূর্বে তাদের সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সালাহউদ্দিন রিপন বরিশাল নগরী ও সদর উপজেলার ১০ ইউনিয়নের সুবিধাবঞ্চিত অসচ্ছল নারী-পুরুষকে চোখের চিকিৎসা দেয়ার উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় ১৫টি বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে। এর মধ্যে নগরীতে ১০ ও ইউনিয়নে পাঁচটি। তিনি আরও জানান, পাঁচ মাসে বিনামূল্যে ২৬ হাজার ৮০০ রোগীকে চোখের চিকিৎসা প্রদান করা হয়েছে। এরমধ্যে চোখের ছানি রোগী ৪ হাজার ৬২৫। নগরীর ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে ছানি অপারেশন হয়েছে এক হাজার ৭১০ জনের। চোখের ভিশন পরীক্ষার মাধ্যমে চশমা দেয়া হয়েছে ১২ হাজার ৬০০ রোগীকে। বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে ১৪ হাজার ৩০০ জনকে। জটিল সমস্যা নেত্রনালী শনাক্ত করা গেছে ৫৩৫ জনের। অপারেশন করে নিরাময় করা হয়েছে ২৭৬ জনকে। এ কার্যক্রম বাস্তবায়নে প্রতি ওয়ার্ড ও ইউনিয়নে ৫১ সদস্যবিশিষ্ট নারী ও ১১ সদস্যবিশিষ্ট পুরুষ কমিটি রয়েছে। আমিনুল ইসলাম বলেন, তাদের সংগঠনের চেয়ারম্যান সালাহউদ্দিন রিপন চাচ্ছেন সদরের কোন অসচ্ছল নারী-পুরুষ দৃষ্টিহীন থাকবেন না। এ কাজে এতটাই সারা পেয়েছেন যতদিন বিনামূল্যে অসচ্ছলদের এ সেবা দরকার হবে ততদিন তিনি তা করে যাবেন। নগরীর ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ শারমিন আক্তার বলেন, তারা চোখের সমস্যার সব ধরনের চিকিৎসা দিচ্ছেন এসআর সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে। এ অঞ্চলে ছানি অপারেশন, নেত্রনালীর সমস্যাই বেশি ধরা পরেছে। ক্যাম্পে আসা রোগীদের তাৎক্ষণিক ওষুধ দেয়া হচ্ছে। অপারেশন দরকার হলে বিনামূল্যে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে। বরিশাল সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রব হাওলাদার বলেন, এসআর সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে সালাহউদ্দিন রিপন বরিশাল সদরের দুস্থ-অসহায় মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছেন। বিশেষ করে দৃষ্টিহীনদের ফ্রি চিকিৎসায় আলো ফিরিয়ে দেয়া প্রশংসনীয় উদ্যোগ। এছাড়া নগরী ও সদর উপজেলার এক লাখ মানুষকে আর্থিক সহযোগিতার মাধ্যমে সালাহউদ্দিন রিপন স্বাবলম্বী করেছেন। এ প্রসঙ্গে এসআর সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান সালাহউদ্দিন রিপন বলেন, বেশ কিছুদিন আগে বরিশালে ছোট পরিসরে চক্ষু চিকিৎসা শুরু করেছিলেন কিন্তু একপর্যায়ে দেখা গেল গোটা নগরী ও সদর উপজেলার ১০ ইউনিয়নেই প্রদীপের নিচে অন্ধকার। বেঁচে থেকেও পৃথিবীর রূপ দেখতে না পারা অনেক কষ্টের। এমন সংখ্যা দিন দিন বাড়ছেই। যারা সেবা নিয়ে বাড়ি ফিরছেন তাদের দিকে তাকালে মনে হয় তার নিজের চোখের আলো বেড়ে যাচ্ছে। তাই যতদিন প্রয়োজন ততদিন প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল দৃষ্টিহীনদের পাশে থাকব। ব্যক্তিগত উদ্যোগে জনসেবা ॥ জনপ্রতিনিধি না হয়েও স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসআর সমাজকল্যাণ সংস্থা’র ব্যানারে বরিশাল-৫ (সদর) আসনের প্রায় এক লাখ দুস্থকে এ পর্যন্ত নানাভাবে সহযোগিতা করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য সালাহউদ্দিন রিপন। নির্বাচনী প্রচার অংশ হিসেবে গত এক বছর থেকে তিনি ব্যক্তিগত উদ্যোগে জনসেবামূলক কর্মকা- চালিয়ে সর্বত্র ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। সংস্থার মাধ্যমে তিনি চিকিৎসা, শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, বাসস্থান ও আর্থিক সহযোগিতার মাধ্যমে এক লাখ দুস্থকে স্বাবলম্বী করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে মনোনয়ন পেতে সালাহউদ্দিন রিপন সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের প্রচারের পাশাপাশি নিয়মিত ওঠান বৈঠক অব্যাহত রেখেছেন। সেখানে অংশগ্রহণ করছেন হাজারো নারী, যারা সালাহউদ্দিন রিপনকে মনোনয়ন দিতে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন। ওঠান বৈঠকে নারীরা বলছেন, এর আগে কেউ এ আসনের নারীদের সংগঠিত করতে পারেনি কিন্তু সালাহউদ্দিন রিপন নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি ১০০টি কমিটি করে তাদের সংগঠিত করেছেন। সালাহউদ্দিন রিপন বলেন, স্বাধীনতার পর থেকে সদর আসনে কেউ নারীদের সংগঠিত করতে পারেনি। প্রতিটি সভা, সমাবেশে নারীদের অংশগ্রহণই বলে দিচ্ছে, এ আসনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে নারীরাই বিজয় ছিনিয়ে আনবেন।
×