ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আবারও দেখা দিয়েছে গ্যাসের তীব্র সঙ্কট

প্রকাশিত: ০৫:২০, ১০ নভেম্বর ২০১৮

 চট্টগ্রামে আবারও দেখা দিয়েছে গ্যাসের তীব্র সঙ্কট

স্টাফ রিপোর্টার ॥ দুই-আড়াই মাসের ব্যবধানে চট্টগ্রামে আবারও দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। এবারের সংকট লাইনে ত্রুটির কারণে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়া। ফলে অসহনীয় ভোগান্তিতে নগরবাসী। ব্যাহত হচ্ছে বিদ্যুত আর শিল্প উৎপাদন। কেজিডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, সংকট কাটতে সময় লাগতে পারে আরও অন্তত ১০ দিন। গেল শনিবার সন্ধ্যার পর থেকে চট্টগ্রামের প্রায় সব এলাকাতেই দেখা দেয় গ্যাসের সংকট। ফলে বাধ্য হয়ে কেউ কেউ রান্না সারছেন সিলিন্ডার গ্যাস দিয়ে। আবার কোন কোন বাসায় একেবারে চুলা না জ্বলায় খাবার আনতে হচ্ছে রেস্টুরেন্ট থেকে। তাতে চরম ভোগান্তিতে নগরবাসী। কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়া এভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভ জানিয়েছেন কেউ কেউ। যার দ্রুত সমাধান চান তারা। চট্টগ্রামে জাতীয় গ্রিড এবং এলএনজি টার্মিনাল থেকে দৈনিক সরবরাহ করা হত ৪শ’ মিলিয়ন ঘনফুট। আর এখন সরবরাহ হচ্ছে ২শ’ মিলিয়ন ঘনফুট। কেজিডিসিএল কর্তৃপক্ষ বলছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে সরবরাহ ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণেই এই সংকট। যা অব্যাহত থাকতে পারে আরও অন্তত ১০ দিন। শুধু বাসাবাড়িতে নয়, সংকটের ফলে গ্যাস চালিত বিদ্যুত কেন্দ্র আর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানেও ব্যাহত হচ্ছে উৎপাদন। চাপ কমে গেছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও।
×