ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে ভিড় বাড়ছে পর্যটকদের

প্রকাশিত: ০৫:১৯, ১০ নভেম্বর ২০১৮

 রাঙ্গামাটিতে ভিড় বাড়ছে পর্যটকদের

স্টাফ রিপোর্টার ॥ শীত আসার আগ মুহূর্তে পর্যটন শহর রাঙ্গামাটিতে ভিড় করছে পর্যটকরা। এতে প্রাণচাঞ্চল্য ফিরছে পর্যটন ব্যবসায়। পর্যটকদের আগমনে আশায় বুক বাঁধছেন এখাতের সঙ্গে সংশ্লিষ্টরা। পর্যটন জেলা রাঙ্গামাটি। শীতের আগমনী বার্তায় জেলায় আসতে শুরু করেছে ভ্রমণপিপাসুরা। মূলত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই সময়টাকে পর্যটন মৌসুম হিসেবে বিবেচনা করা হলেও, নবেম্বরের শুরুতেই এখানে দেখা মিলছে পর্যটকদের। শান্ত কাপ্তাই হ্রদ ও ঝুলন্ত সেতুর সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকরাও। পর্যটক আসতে শুরু করায় হোটেল মোটেল ব্যবসায়ীরা স্বস্তিতে। মৌসুমের শুরুতে প্রচুর বুকিং পাচ্ছেন বলে জানান তারা। তাই এই মৌসুমে পর্যাপ্ত পর্যটকদের আগমন নিয়ে নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। গত বছরের জুনে পাহাড় ধসের ফলে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হওয়ায় রাঙ্গামাটির পর্যটন শিল্পে অনেকটা ভাটা পড়ে। ফলে বিপর্যয় দেখা দেয় পর্যটন খাতে। ‘শিল্পের শহর’ কর্মসূচী ॥ রাঙ্গামাটিতে সাংস্কৃতিক কর্মকা- আরও সমৃদ্ধ করতে পারলে পর্যটকদের বিনোদনে নতুন নতুন মাত্রা যুক্ত হবে। অর্থনৈতিভাবে স্বাবলম্বী হবে এই অঞ্চলের মানুষ। গত বুধবার সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘শিল্পের শহর’ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বক্তারা। এ সময় বক্তারা বলেন, জেলাটিতে বসবাস করছে বিভিন্ন নৃগোষ্ঠী। যাদের রয়েছে নিজস্ব কৃষ্টি আর ঐতিহ্য। যা পর্যটকদের মাঝে তুলে ধরা গেলে একদিকে যেমন সংস্কৃতি চর্চা হবে। অন্যদিকে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক ভিত শক্ত করতে সহায়ক হবে। রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন।
×